Sunday, December 27, 2015

‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আসামের জন্য উদ্বেগজনক’

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকে আসামের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন ভারতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ও বিজেপির আসাম শাখার প্রধান সর্বানন্দ সনোয়াল। একই সঙ্গে আগামী বছরে অনুষ্ঠেয় বিধান সভার নির্বাচনকে আসামের মানুষের জন্য শেষ লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। গতকাল এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। এ পত্রিকা সর্বানন্দ সনোয়ালের সাক্ষাতকারভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তিনি বলেছেন, এ নির্বাচনেই আসামের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। কেউ এটাকে শেষ লড়াই হিসেবে অভিহিত করতে পারেন। অন্যথায়, অবৈধ অভিবাসীর সংখ্যা যেভাবে বাড়ছে, যেভাবে জনসংখ্যাতত্ত্বের অবস্থা পাল্টে যাচ্ছে তা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। শুমারিতে দেখা গেছে আসামের জনসংখ্যার মধ্যে শতকরা ৩৪ ভাগই মুসলিম। ক্রমবর্ধমান এই সংখ্যা অত্যন্ত স্পর্শকাতর। এতে নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে। স্থানীয়রা একপেশে হয়ে সংখ্যালঘুতে পরিণত হচ্ছেন। তাই আসামি সমাজের পরিচয় ধরে রাখার জন্য বিজেপি তাদেরকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় থাকবেন আসামের মুসলিমরাও। উল্লেখ্য, আগামী বছরের প্রথম অর্ধাংশে আসামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বিজেপি বড় ধরনের সাফল্য দেখাতে চাইছে। এ রাজ্যে ক্ষমতাসীন বিরোধী দল কংগ্রেস। কিন্তু ২০১৪ সালে লোকসভা নির্বাচনে এখানে বেশ ভাল করেছে বিজেপি। ফলে বিধান সভা নির্বাচনেও তাদের সাফল্যের ধারাবাহিকতা দেখাতে চাইছে তারা। তাই সর্বানন্দ সনোয়াল দাবি করেছেন, এবারের নির্বাচনে কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে এ রাজ্যের ভোটাররা। নির্বাচনে বিজয় অর্জন করতে আসামের আদিবাসী গ্রুপগুলোর প্রতিনিধিদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এ বিষয়ে আসাম গণ পরিষদ ও অন্যান্য দলের সঙ্গে তাদের আলোচনা চলছে। সনোয়াল বলেন, আমরা স্থানীয় সব দলের সঙ্গে আলোচনা শুরু করেছি। তিনি অভিযোগ করেন, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মাধ্যমে কংগ্রেস অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বদরুদ্দিন আজমলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। অথচ এক সময় কে এই বদরুদ্দিন? এমন প্রশ্ন তুলে একদা তাকে চ্যালেঞ্জ করেছিলেন তরুণ গগৈ। সর্বানন্দ সনোয়াল বলেন, আসামে অবৈধ অভিবাসী হিসেবে বসবাসকারীদের প্রতিনিধিত্ব করেন বদরুদ্দিন। তিনি অবৈধ অভিবাসীদের প্রতীক। তরুণ গগৈ যখন তার অবস্থানকে চ্যালেঞ্জ করেছিলেন তখন আসামের মানুষ ধরে নিয়েছিলেন, তরুণ গগৈ হয়তো আমাদের জন্য কাজ করবেন, আমাদের পরিচয়ের জন্য লড়াই করবেন।

No comments:

Post a Comment