Tuesday, January 12, 2016

পাকুন্দা থেকে নাসা : রুবাব খানের বিশেষ সাক্ষাৎকার

যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য চাই কঠোর পরিশ্রম। নাসায় অন্য অনেকের পাশে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে একজন বাংলাদেশি হিসেবে গর্বিত মনে করছি। কথাগুলো বললেন সূর্যের চেয়ে কয়েক শ গুণ বড় ৫টি নক্ষত্রের আবিষ্কারক রুবাব খান। বুধবার তিনি আমেরিকান অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটিতে গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন। এ বিষয়ে দৈনিক মানবজমিনকে ই-মেইলে দেয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন রুবাব খান।

Details here. Click please: http://www.mzamin.com/details.php?mzamin=MTEwNTg3&s=Mg==

No comments:

Post a Comment