Sunday, January 17, 2016

বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ জানাতে চীনে চালু হলো এআইআইবি

বিশ্বব্যাংকের আদলে একটি আন্তর্জাতিক ব্যাংক উদ্বোধন করেছে চীন। এর নাম এশিয়ান ইনফ্রাস্ট্রকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এর সদস্য সংখ্যা ৫৭টি দেশ। গতকাল এসব দেশের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ জানাতে এ ব্যাংক সৃষ্টি করা হয়েছে। কেউ বা একে চীনের বিশ্বব্যাংক বলে আখ্যায়িত করছেন। নিক্কি এশিয়ান রিভিউ বলেছে, ব্যাংকটি উদ্বোধন করে সি জিনপিং বলেছেন, তার দেশের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ ব্যাংক উদ্বোধন করা হয়েছে। এ ব্যাংক আন্তর্জাতিক অনেক দায়িত্ব তাদের কাঁধে তুলে নেবে। ২০০৩ সালের অক্টোবরে প্রথম এআইআইবির প্রস্তাব করা হয়েছিল। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশীদার হয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশ। তবে এতে যুক্ত হয় নি যুক্তরাষ্ট্র ও জাপান। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চ্যালেঞ্জ জানাবে এআইআইবি। তার মাধ্যমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবকাঠামো উন্নয়নে আর্থিক সহায়তা দেবে এ ব্যাংক। নতুন এ ব্যাংকের প্রাথমিক মূলধনের পরিমাণ ১০ হাজার কোটি ডলার। এর সদর দপ্তর বেইজিংয়ে। আইনগতভাবে এটির অস্তিত্ব গণনা করা হচে ২৫শে ডিসেম্বর থেকে। এতে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা দেবে চীন। তাদের থাকবে ভোটাধিকার প্রয়োগের শতকরা ২৬ ভাগ অধিকার। এ ব্যাংকের দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ অংশীদার হলো ভারত ও রাশিয়া। রিপোর্টে বলা হয়েছে, এ ব্যাংক মহাসড়ক, বিদ্যুত গ্রিড, পানি ব্যবস্থাপনা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য অবকাঠামো নির্মাণে সহায়তা দিয়ে যাবে। এআইআইবি’র প্রথম প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন লিকুনকে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে কাজ করবে এ ব্যাংক। ব্যাংকের প্রথম পরিচালনা পরিষদ ও নির্বাহী পরিষদের বৈঠক বসবে আগামীকাল সোমবার।

No comments:

Post a Comment