Monday, January 4, 2016

রাজনাথ সিং বললেন স্পর্শকাতর সীমান্ত বন্ধ করে দেবে ভারত

ভারত-বাংলাদেশের স্পর্শকাতর সীমান্ত বন্ধ করে দেবে ভারত। তা করা হবে এ বছরের মধ্যেই। গতকাল এ কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি দু’দিনের জন্য আসাম সফরে গিয়েছেন। রোববার তিনি সেখানে পৌঁছার পর করিমগঞ্জ জেলার স্টিমারঘাত সীমান্ত পোস্ট (বিওপি) পরিদর্শন করেন। এখানে তিনি বলেন, স্পর্শকাতর সীমান্ত ২০১৬ সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়, রাজনাথ সিং বলেছেনÑ স্পর্শকাতর সীমান্ত অনেক আগেই বন্ধ করে দেয়া উচিত ছিল। এ সফরে তার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিজেপির কিছু নেতা ও অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ)-এর একটি প্রতিনিধি দল। সীমান্ত চৌকি পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন এএএসইউ-এর প্রধান উপদেষ্টা সমুজ্বল ভট্টাচার্য্য, সভাপতি দিপক নাথ ও সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ। গত বছরের আগস্টে এএএসইউ-এর আয়োজনে নয়া দিল্লিতে একটি সেমিনারে অংশ নিয়েছিলেন রাজনাথ সিং। ওই সেমিনারটি ছিল আসাম চুক্তি বাস্তবায়ন নিয়ে। সেখানে রাজনাথ সিং কথা দিয়েছিলেন যে, তিনি এএএসইউয়ের প্রতিনিধিদের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাবেন। সীমান্ত এলাকা থেকে গোয়াহাটি ফিরে গতকালই করিমগঞ্জে একটি জনসভায় বক্তব্য দেয়ার কথা রাজনাথ সিংয়ের। সন্ধ্যায় গোয়াহাটিতে ব্রহ্মপুত্র স্টেট গেস্ট হাউজে রাজ্যের সুপরিচিত বুদ্ধিজীবীদের সঙ্গে তার সাক্ষাতে বসার কথা। আজ তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের ধুবরি সেক্টর পরিদর্শনে যাবেন। সঙ্গে থাকবেন এএএসইউ-এর প্রতিনিধিরা। তারা সফরের সময় মন্ত্রীকে পরিস্থিতি ব্যাখ্যা করবেন। এরপর নয়া দিল্লিতে ফেরার আগে একটি জনসভায় তার বক্তব্য রাখার কথা। এএএসইউয়ের সভাপতি দিপক নাথ বলেন, গত বছর নয়া দিল্লিতে একটি সেমিনারে আন্তর্জাতিক সীমান্ত আমাদেরকে নিয়ে পরিদর্শনের কথা দিয়েছিলেন। তিনি সেই কথা রাখতে আসাম এসেছেন। আমরা করিমগঞ্জ জেলায় উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্ত তাকে দেখিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে, এ বছরের মধ্যে স্পর্শকাতর সীমান্ত বন্ধ করে দেয়া হবে। এ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে।  

No comments:

Post a Comment