বিশ্বে অস্ত্র আমদানির ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে এশিয়া। আর ভারতই এক্ষেত্রে এশিয়াতে এগিয়ে আছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরআই) গতকাল এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে বিশ্বব্যাপী প্রচলিত অস্ত্র লেনদেনের প্রশ্নে ২০০৭-১১ সালে ২০০২-০৬ সালের তুলনায় এর পরিমান ২৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। এসআইপিআরআই বলেছে গত পাচ বছর ধরে প্রচলিত অস্ত্রের ৪৪ ভাগই আমদানি করেছে এশিয়া এবং ওশেনিয়া। এর পরিমান ইউরোপে ছিল ১৯ ভাগ, মধ্যপ্রাচ্যে ১৭ ভাগ, উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে ১১ ভাগ এবং আফ্রকাতে ছিল মাত্র ৯ ভাগ। ২০০৭-১১ সালে ভারতই ছিল বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ। এর ফলে ওই সময়ে বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগই ভারত আমাদানি করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া (ছয় ভাগ), চীন এবং পাকিস্তান (প্রত্যেকে পাচ ভাগ করে) এবং সিঙ্গাপুর (চার ভাগ)। এসআইপিআরআই বলছে বিশ্বের মোট অস্ত্রের ৩০ ভাগ আমদানি এ পাচটি দেশই করে থাকে। এসআইপিআরআই বলছে ২০০২-০৬ এবং ২০০৭-১১ সালে ভারতের অস্ত্র আমদানির পরিমান ৩৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। ভারতের অস্ত্র আমাদানির ক্ষেত্রে ২০০৭-১১ সালে রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান এবং বৃটেনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়টি বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। ভারত বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করলেও প্রতিবেশি পাকিস্তান অস্ত্র আমদানির ক্ষেত্রে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। একই সময়ে পাকিস্তান উল্লেখ যোগ্য পরিমানে যুদ্ধ বিমান কিনেছে বলে এতে বলা হয়েছে। দুই দেশই বিপুল সংখ্যক ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করেছে এবং সে গুলো আগামীতে আমদানি করবে বলে এসআইপিআরআই জানিয়েছে।
No comments:
Post a Comment