Monday, March 26, 2012

নির্মম প্রতিবাদ

না, এটি কোন ছবির শুটিং নয়। ভারতে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সফরের প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন জাম্পা ইয়েশি। খোলা রাজপথে জনতার মাঝে এমন দৃশ্যে অনেকে হতবাক হয়ে যান। তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। গতকাল ২৬শে মার্চ এ ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়া দিল্লিতে। এ সপ্তাহের শেষের দিকে ভারত সফরে আসার কথা রয়েছে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের। তারই প্রতিবাদে ইয়েশি এমন ঘটনা ঘটিয়ে বসেন। ভারতের পার্লামেন্টের কাছে এ ঘটনার সময় তিব্বতের অধিকারকর্মীদের অন্য সদস্যরা ইয়েশির গায়ে তিব্বতের পতাকা দিয়ে চেপে ধরে এবং পানি ছুড়ে আগুন নিভিয়ে তার জীবন রক্ষা করে। ততক্ষণে ইয়েশির দেহের অনেক অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। তাকে ভর্তি করা হয় নয়া দিল্লির একটি হাসপাতালে। গতকাল তিব্বতপন্থি ৬ শতাধিক প্রতিবাদী জনতা বিভিন্ন ব্যানার ও পোস্টার হাতে ভারতীয় পার্লামেন্টের কাছে বিক্ষোভ করে। তাদের ব্যানারে লেখা ছিল- তিব্বত জ্বলছে। আরেকটি পোস্টারে লেখা ছিল- তিব্বত চীনের অংশ নয়। আরেকটি পোস্টারে দেখা যায় চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের মুখের ওপর রক্তের দাক। তাতে লেখা-  হু জিনতাওকে স্বাগত জানানো হচ্ছে না।
 তিব্বতকে তিব্বতীয়রা নিজেদের আলাদা আবাসভূমি মনে করে। আর একে আলাদা রাষ্ট্র হিসেবে পেতে তারা দিনের পর দিন আন্দোলন করে আসছে। গত বছর তিব্বতে চীনের আধিপত্যের বিরুদ্ধে কমপক্ষে ৩৯ তিব্বতীয় তাদের গায়ে এভাবে আগুন দিয়েছেন। এভাবে আত্মহত্যায় চীন কঠোর নীতি গ্রহণ করেছে বলে চীনকে দায়ী করেছেন দালাই লামা। উল্টো এ ঘটনায় দালাই লামার হাত আছে বলে অভিযোগ করেছে চীন। চীন বরাবরই দাবি করে আসছে, তিব্বত তাদের ভূখণ্ড। অন্যদিকে তিব্বতীয়রা বলছেন, হিমালয়ের পাদদেশে এ অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী স্বাধীন। কিন্তু চীন তা কোনভাবেই মানতে নারাজ। এরই প্রতিবাদে গত কয়েক মাসের মধ্যে গতকাল নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা চেষ্টার দ্বিতীয় ঘটনা ঘটল ভারতে। গত বছর ভারতে অবস্থিত চীনা দূতাবাসের বাইরে এক তিব্বতীয় তরুণ নিজের তায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু তিনি অল্প দগ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করা হয়। ওদিকে গতকাল তিব্বতীয়রা নয়া দিল্লিতে বক্তারা যখন সমাবেশে বক্তব্য দিতে ব্যস্ত তখনই ইয়েশি নামের এই যুবক তার তায়ে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় দৌড়াতে থাকে। কিন্তু জ্বলন্ত আগুন নিয়ে তিনি বেশিদূর যেতে পারেন নি। তিনি ৫০ গজের মতো দৌড়ানোর পর রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করার পর পুলিশ হাসপাতালে নিয়ে যায়। কিন্তা তাতে বাধ সাধেন প্রতিবাদী তিব্বতীয়রা।

No comments:

Post a Comment