Wednesday, March 28, 2012

পতিতাচক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে কান অভিযুক্ত
























আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পদচ্যুত সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানকে সংঘবদ্ধ পতিতাচক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ চক্রটি সমাজের শীর্ষ পর্যায়ের গ্রাহকদেরকে পতিতা সরবরাহ করতো বলে আইনজীবীরা দাবি করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, সোমবার ফ্রান্সের ৬২ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী কানের বিরুদ্ধে সোমবার অভিযোগ আনার পর ১৩৫০০০ ডলারের জামিনের মাধ্যমে তাকে মুক্তি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের দুই দিন আগেই কানকে ফ্রান্সের লিলে শহরের তদন্তকারী ম্যাজিস্ট্রেট ডেকে তার বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন। এসব অভিযোগে তিনি দোষী প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। কানের একজন আইনজীবী রিচার্ড মালকা বলেছেন, তিনি (কান) দৃঢ়তার সঙ্গে নিজের অপরাধ অস্বীকার করেছেন। তিনি যাদের সঙ্গে মিশছেন তারা যে পতিতা সে সম্পর্কে কোন ধরনের ধারণাই কানের ছিল না বলে মালকা উল্লেখ করেন। আদালতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিক কানকে বিচারের আওতায় রাখা হয়েছে এবং কোন বাদী, বিবাদী, সাক্ষী বা পত্রিকার সঙ্গে চলমান মামলার ব্যাপারে কথা না বলার নির্দেশ দেয়া হয়েছে। ফ্রান্সের বিত্তশালীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বেলজিয়াম সীমান্ত থেকে পতিতাদেরকে ফ্রান্সে আনা হচ্ছে বলে একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশি তদন্তে কানের নাম এসেছে। কান এ ধরনের পার্টিতে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। তিনি আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, এদেরকে যে অর্থের বিনিময়ে আনা হতো তিনি সেটা জানতেন না। ফ্রান্সে পতিতাবৃত্তিকে কাজে লাগানো অবৈধ নয়। তবে আইনজীবীরা প্রমাণ করতে চাইছেন যে কান এ ধরনের পার্টি সম্পর্কে অবগত ছিলেন এবং আইএমএফের অর্থ ব্যবহার করেই অন্যান্য অতিথিদের জন্য এসব চক্রবদ্ধ গ্রুপকে কাজে লাগানো হতো। কান পুলিশকে বলেছেন, তিনি ওইসব নারীকে কোন ধরনের সন্দেহের দৃষ্টিতে দেখতেন না। কারণ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের মাধ্যমেই তিনি তাদের সঙ্গে পরিচিত হতেন।

No comments:

Post a Comment