Thursday, March 22, 2012

পরিণতি মোকাবিলা করতে প্রস্তুত জারদারি ও গিলানি















পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাদের মনস্থির করেছেন। ভাগ্যে যা আছে তাই হবে- তবু তারা সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে নেবেন না। তাতে যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করাও হয় তবু তারা টলবেন না। সুইস কোর্টকে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালু করতে বলবেন না গিলানি। একথা গিলানি ২০শে মার্চ সুপ্রিম কোর্টকে লিখিত আকারে জানিয়ে দিয়েছেন। এখন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তাদের সঙ্গে থেকে পরিণতি কি হয় তা মোকাবিলার জন্য প্রস্তুত। গতকাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক রিপোর্টে এসব কথা বলেছে। এতে বলা হয়, যদি এখন আদালত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, তাকে অযোগ্য ঘোষণা করা হলে তা মোকাবিলার জন্য পিপিপি প্রস্তুত। পাকিস্তান সরকারের এক মন্ত্রী এমন কথা বলেছেন। তিনি আরও বলেছেন, বর্তমান সরকার কোন অবস্থাতেই প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইস কর্তৃপক্ষকে মামলা পুনরুজ্জীবিত করতে বলবে না। যদি আদালতের এ বিষয়ক আদেশ প্রধানমন্ত্রী গিলানি মেনে না নেন তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে তাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে। তাকে রাজনীতিতে ৫ বছর নিষিদ্ধ করা হতে পারে। হতে পারে জেলও। কিন্তু গিলানির আইনজীবী ইজাজ আহসান এ মতের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী যদি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে শাস্তি পান তাহলেও তার সরকারি দায়িত্ব অর্থাৎ প্রধানমন্ত্রিত্ব হারাবেন না। ওই মন্ত্রী বলেন, পার্লামেন্টের কোন একজন সদস্য অভিযুক্ত হওয়ার পর তার পার্লামেন্ট সদস্যপদ জাতীয় পরিষদ বা নিম্ন পরিষদ থেকে খোয়া যাওয়ার ক্ষেত্রে সাংবিধানিক দীর্ঘ জটিলতা আছে।

No comments:

Post a Comment