Sunday, April 1, 2012

বৃটিশ নারীর খোলামেলা পোশাকই তার অস্ত্র...

জীবনে সফলতা অর্জনের লক্ষ্যে বৃটেনের নারীরা এখন তাদের শরীরকে ব্যবহার করছেন। বহু নারী তাদের শরীরের উপরের বেশ খানিকটা অংশ খোলা রেখে যৌন-আবেদনময়ী পোশাক পরছেন। বসকে খুশি করতে, উচ্চপদ পেতে বা বেতন বাড়াতে প্রতি ৭ জনের মধ্যে একজন নারী এ পথের আশ্রয় নিচ্ছেন। নতুন এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। বৃটেনের ১ হাজার নারীর ওপর জরিপটি চালানো হয়। জরিপে দেখা গেছে, কোন বারে গিয়ে সবার আগে সেবা পেতে অর্ধেক নারীই পরছেন খোলামেলা এসব পোশাক। ১৬ শতাংশ নারী কোন লম্বা লাইনের শেষ মাথা থেকে একেবারে প্রথমে গিয়ে আগেভাগে কাজ সারতেও প্রলোভন-জাগানো পোশাক পরছেন। এক-তৃতীয়াংশ নারীই চায় বয়ফ্রেন্ডের সঙ্গে প্রথম ডেটের দিনটিকে স্মরণীয় করে রাখতে ও সম্পর্ককে এগিয়ে নিতে। আর তাই তারা শরীরের উপরের অংশ অনেকটা খোলা রেখেই বের হয়ে পড়েন।
 আরও এক প্রকৃতির নারী রয়েছেন যারা ট্রাফিক আইন ভঙ্গে নিজের যৌন আবেদনময়ী পোশাক ও শরীরকে ব্যবহার করছেন। এদের সংখ্যা ৮ শতাংশ। এখানেই শেষ নয়। তারা আকর্ষণীয় বা সেলিব্রেটি নারীদের ওপরের অংশের সঙ্গে নিজেদের তুলনা করেন ও সে অনুযায়ী শরীর গড়নেরও চেষ্টা করেন। বিশ্বের বেশির ভাগ দেশে যেখানে নারীরা আজও লজ্জায় তাদের মুখ লুকিয়ে কাজ করেন, সেখানে বৃটেনের নারীরা বেশ ব্যতিক্রম। নিজেদেরকে খোলামেলাভাবে উপস্থাপনে তাদের জুড়ি মেলা ভার। দুই-তৃতীয়াংশ নারীই নিয়মিত তাদের শারীরিক গঠনকে উন্নত করার চেষ্টা করেন। আধুনিক যুগের বৃটিশ নারীরা তাদের শরীর প্রদর্শনকে এক ধরনের শিল্পকলা হিসেবেই যেন ধরে নিয়েছেন। তারা মেরিলিন মনরো, পামেলা অ্যান্ডারসনের মতো সেলিব্রেটিদের শারীরিক গঠনকে অনুসরণে নিজেদেরকে গড়তে বেশ সচেষ্ট।
http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=39278:2012-03-31-14-34-13&catid=52:2010-09-02-12-02-53&Itemid=79

No comments:

Post a Comment