
সামরিক শাসক পারভেজ মোশাররফের শাসনকালের ইতি ঘটানোর জন্য পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফকে সঙ্গে নিয়ে জোট গঠন করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন। শুক্রবার রাতে তিনি সম্পাদক, ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর নেতাদের নিয়ে গভর্নরস হাউজে বৈঠক করছিলেন। সেখানে তিনি বলেন- আমি পারভেজ মোশাররফ থেকে মুক্ত হতে শরীফ ভাইদের কনসেশন দিয়েছিলাম। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত কয়েক দিন ধরে অবস্থান করছেন পাঞ্জাব প্রদেশে। এ থেকে ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে তিনি ২০১৩ সালে অনুষ্ঠেয় পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিপিপির প্রচারণা শুরু করে দিয়েছেন। এ প্রচারণায় তার প্রধান টার্গেট সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর পিপিপি এবং পিএমএল-এন অল্প সময়ের জন্য কেন্দ্রে সরকার গঠন করেছিল। কিন্তু সে জোট দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৬ মাসের মাথায় ভেঙে যায়। নওয়াজ শরীফ ওই সময় প্রেসিডেন্ট অনেকগুলো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ থেকে সৃষ্ট জটিলতায় সে জোট ভেঙে যায়। জোট ভেঙে যাওয়ার পর কেন্দ্রে সরকার পরিচালনা অব্যাহত রাখে পিপিপি। অন্যদিকে পাঞ্জাব শাসন করতে থাকে পিএমএল-এন। এ পাঞ্জাব হলো পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ। ওদিকে শুক্রবারের মতবিনিময়কালে জারদারি বলেন, দুই শরীফ ভাইয়ের রুক্ষ আচরণের কারণে জনগণ তাদের ওপর রুষ্ঠ। ফলে আগামী ২০১৩ সালে জনগণ তাদের ভোট দেবে না। এর ফলে আগামী নির্বাচনে পাঞ্জাবে সরকার গঠন করবে পিপিপি। তিনি আরও বলেন, পাঞ্জাবে নওয়াজ শরীফদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। কিন্তু তা সত্ত্বেও আমরা তাদের সরকারকে হটানোর চেষ্টা কখনও করিনি। এ বৈঠক থেকেই তিনি তার দলীয় নেতা-কর্মীদের আগামী নির্বাচনের প্রচারণার জন্য প্রস্তুতি নিতে বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে পাঞ্জাবে পিপিপিকে শক্তিশালী করতে এ প্রদেশের সব বিভাগে তিনি সফরে যেতে পারবেন না। তবে দেশের খুব খারাপ সময়ে পিপিপি ক্ষমতায় আসে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার তার ৫ বছর মেয়াদের মধ্যে ৪ বছর অতিক্রম করেছে। আসিফ আলী জারদারি বলেন- যেসব কর্মী, সদস্য পিপিপির জন্য আত্মনিবেদিত তাদের অবজ্ঞা করা হবে না। প্রেসিডেন্ট তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং লাহোর সফর করবেন।
No comments:
Post a Comment