
আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হওয়ার ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে তার পদে অযোগ্য ঘোষণার দাবিতে আদালতে দুটি পিটিশন দেয়া হয়েছে। এতে তাকে প্রধানমন্ত্রীর পদ ব্যবহার করা থেকে বিরত রাখার দাবি জানানো হয়েছে। গতকাল এ খবর দিয়ে অনলাইন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, শনিবার লাহোর হাইকোর্টে ওই দুটি পিটিশন দাখিল করা হয়। তাতে গিলানি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার পর কোন আইনের অধীনে দেশের প্রধান নির্বাহীর পদ ব্যবহার করছেন সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ পিটিশন দুটি করেছেন শহীদ নাসিম গোন্ডাল ও রানা ইলামুদ্দিন গাজী নামে দু’ব্যক্তি। তাদের পক্ষে এ পিটিশন দাখিল করেছেন আইনজীবী একে ডোগার। তিনি একই সঙ্গে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ মোহাম্মদ সাঈদেরও কাউন্সেল। একে ডোগার বলেছেন, গিলানি প্রধানমন্ত্রী হিসেবে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন। এ অবস্থায় তিনি ওই পদে আর থাকতে পারেন না। তিনি আরও বলেন, গিলানি পদে থাকাটাকে নিজের মতো করে নিয়ে নিয়েছেন। ওদিকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা নিয়ে শুক্রবার দু’দেশের উচ্চ পর্যায়ের আলোচনা ব্যর্থ হয়েছে। ওই বৈঠকে পাকিস্তানে গত নভেম্বরে বিমান থেকে বোমা হামলা করে ২৪ সেনাকে হত্যার জন্য ওবামা প্রশাসনকে শর্তহীন ক্ষমা চাওয়ার দাবি জানায় পাকিস্তান। এতেই ভেস্তে যায় ওই আলোচনা। উল্টো সমপ্রতি আফগানিস্তানে তালেবানের হামলা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে হোয়াইট হাউস। তারা পাকিস্তানের দাবি অনুযায়ী ক্ষমা চাইতে অস্বীকৃতি জানায়। অবশেষে দু’দিনের আলোচনা শেষে শুক্রবার রাতে পাকিস্তান ছেড়ে যান ওবামা প্রশাসনের আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ দূত মার্ক গ্রোসম্যান। তবে বৈঠকে দু’পক্ষই এরই মধ্যে সম্পর্কের যে ক্ষতি হয়েছে তা পুনঃস্থাপনের ওপর জোর দেয়।
Source: http://mzamin.com/index.php?option=com_content&view=article&id=42057:2012-04-29-14-22-02&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
No comments:
Post a Comment