মাত্র ছয় বছর বয়সে বিশ্বের সেরা কম্পিউটার বিশেষজ্ঞ শিশু হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে বাংলাদেশের শিশু ওয়াসিক ফারহান রূপকথা। নিজের নাম ‘রূপকথাকে’ সার্থক প্রমাণ করতেই যেন মাত্র দ’বছর বয়সে তার মায়ের পিসি রপ্ত করে নেয় রূপকথা। মাইক্রেসফট ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গত জানুয়ারিতে ছয় বছরে পদার্পন করা এই শিশুর দক্ষতার স্বীকৃতি দেবে বলে আশা করছে সে ও তার পিতামাতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মাত্র এক থেকে দু’বছর বয়সের মাঝামাঝি সময় থেকে কম্পিউটারের প্রতিভার ঝলক দেখাতে শুরু করে রূপকথা। খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় কিছু ভিডিও গেমসে দক্ষতা অর্জন করে সে। যার মধ্যে রয়েছে মডার্ন ওয়ার ফায়ার ও মেটাল গিয়ার সলিডের মতো গেমসগুলো। মাত্র তিন বছর বয়সে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে শুরু করে ওয়াসিক। তখন থেকেই সে জানে কিভাবে প্রোগ্রাম সেট করতে হয় ও গেম ইমুলেটর ডাউনলোড করতে হয়। তার মা সিনথিয়া ফারহান রিশা বলেন,আমি জানি জন্ম থেকেই সে ছিল ভিন্ন প্রকৃতির। আমার চোখকে বিশ্বাস করতে পারিনি যখন মাত্র সাত মাস বয়সে তাকে কম্পিউটিং করতে দেখি। ওয়াসিক মাত্র দু’বছর বয়সে গেম খেলা শুরু করে এবং জটিল খেলার সমাধান করা শুরু করে। একই সঙ্গে সে গেম ইনস্টল করা ও টাইপ করা শুরু করে। স্কুলে যাওয়ার বয়স হলে তাকে স্থানীয় প্রাইমারি স্কুলে না পাঠিয়ে তার পিতামাতা তাদের অধীনে শিক্ষা দেয়াকেই শ্রেয় মনে করেন। তার মার মতে, এখনও ওয়াসেকের ইংরেজির দক্ষতা খুব একটা ভাল নয়। বাংলায়ও তেমন দক্ষতা নেই। সে বিবিসি’কে বলেছে, আমি কম্পিউটারে খেলে খুব মজা পাই এবং তার মাধ্যমে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি। আমার স্বপ্ন কম্পিউটার বিশেষজ্ঞ হওয়া। ভবিষ্যতে কোন বড় কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করতে চাই। তার মার বক্তব্য, ওয়াসিক যদি বাংলাদেশের সমর্থন পায় এবং ভাল কলেজ, বিশ্বাবিদ্যালয়ে পড়াশোনা করতে পারে তাহলে সে তার লক্ষ্য অর্জন করতে পারবে।
Monday, April 30, 2012
৬ বছর বয়সেই কম্পিউটার বিশেষজ্ঞ বাংলাদেশী শিশু
মাত্র ছয় বছর বয়সে বিশ্বের সেরা কম্পিউটার বিশেষজ্ঞ শিশু হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে বাংলাদেশের শিশু ওয়াসিক ফারহান রূপকথা। নিজের নাম ‘রূপকথাকে’ সার্থক প্রমাণ করতেই যেন মাত্র দ’বছর বয়সে তার মায়ের পিসি রপ্ত করে নেয় রূপকথা। মাইক্রেসফট ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গত জানুয়ারিতে ছয় বছরে পদার্পন করা এই শিশুর দক্ষতার স্বীকৃতি দেবে বলে আশা করছে সে ও তার পিতামাতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মাত্র এক থেকে দু’বছর বয়সের মাঝামাঝি সময় থেকে কম্পিউটারের প্রতিভার ঝলক দেখাতে শুরু করে রূপকথা। খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় কিছু ভিডিও গেমসে দক্ষতা অর্জন করে সে। যার মধ্যে রয়েছে মডার্ন ওয়ার ফায়ার ও মেটাল গিয়ার সলিডের মতো গেমসগুলো। মাত্র তিন বছর বয়সে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে শুরু করে ওয়াসিক। তখন থেকেই সে জানে কিভাবে প্রোগ্রাম সেট করতে হয় ও গেম ইমুলেটর ডাউনলোড করতে হয়। তার মা সিনথিয়া ফারহান রিশা বলেন,আমি জানি জন্ম থেকেই সে ছিল ভিন্ন প্রকৃতির। আমার চোখকে বিশ্বাস করতে পারিনি যখন মাত্র সাত মাস বয়সে তাকে কম্পিউটিং করতে দেখি। ওয়াসিক মাত্র দু’বছর বয়সে গেম খেলা শুরু করে এবং জটিল খেলার সমাধান করা শুরু করে। একই সঙ্গে সে গেম ইনস্টল করা ও টাইপ করা শুরু করে। স্কুলে যাওয়ার বয়স হলে তাকে স্থানীয় প্রাইমারি স্কুলে না পাঠিয়ে তার পিতামাতা তাদের অধীনে শিক্ষা দেয়াকেই শ্রেয় মনে করেন। তার মার মতে, এখনও ওয়াসেকের ইংরেজির দক্ষতা খুব একটা ভাল নয়। বাংলায়ও তেমন দক্ষতা নেই। সে বিবিসি’কে বলেছে, আমি কম্পিউটারে খেলে খুব মজা পাই এবং তার মাধ্যমে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি। আমার স্বপ্ন কম্পিউটার বিশেষজ্ঞ হওয়া। ভবিষ্যতে কোন বড় কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করতে চাই। তার মার বক্তব্য, ওয়াসিক যদি বাংলাদেশের সমর্থন পায় এবং ভাল কলেজ, বিশ্বাবিদ্যালয়ে পড়াশোনা করতে পারে তাহলে সে তার লক্ষ্য অর্জন করতে পারবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment