Sunday, April 29, 2012

গাদ্দাফির কাছ থেকে ৪ কোটি পাউন্ডের বেশি নিয়েছেন সারকোজি!
















লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে ২০০৭ সালের নির্বাচনে প্রচারণার সময়ে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ৪ কোটি ২০ লাখ পাউন্ড নিয়েছিলেন। কিন্তু ফরাসি আইন অনুযায়ী, কোন প্রার্থী কারও কাছ থেকে ৬৩০০ পাউন্ডের বেশি অর্থ নিতে পারেন না। কিন্তু স্থানীয় মিডিয়াপার্ট নামের একটি ওয়েবসাইট দাবি করেছে, সারকোজিকে ওই বিশাল পরিমাণ অর্থ দেয়া হয়েছিল পানামা ও সুইজারল্যান্ডের ব্যাংক একাউন্টের মাধ্যমে। প্যারিসে এ বিষয়ক ডকুমেন্ট পাস করা হয়েছে। তাতে পরিষ্কার হয়ে গেছে যে, কিভাবে ২০০৭ সালে নিকোলাস সারকোজিকে ক্ষমতায় আনতে মুয়াম্মার গাদ্দাফি অবদান রেখেছেন। এর একটি ডকুমেন্ট আরবিতে লেখা। তাতে ২০০৬ সালে স্বাক্ষর করেছেন গাদ্দাফির সাবেক গোয়েন্দা প্রধান মুসা কুসা। তাতে নিকোলাস সারকোজিকে ৫ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ দেয়ার জন্য একটি নীতিগত চুক্তির কথা বলা আছে। গতকাল অনলাইন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়েছে। এতে আরও বলা হয়েছে, এই ডকুমেন্টে নিকোলাস সারকোজি ও তার সহযোগীদের ঘন ঘন লিবিয়া সফরে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০০৫ সালের ৬ই অক্টোবরের একটি ডকুমেন্টে বলা হয়েছে, নিকোলাস সারকোজির নির্বাচনী প্রচারণার সব অর্থ দিয়ে দেয়া হয়েছে। ওই সময় নিকোলাস সারকোজি ছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। মিডিয়াপার্ট বলেছে, সারকোজিকে যে ৫ কোটি ইউরো সমমূল্যের অর্থ দেয়া হয়েছে তার জন্য তার দল ইউএমপি’র নেতা জ্যাঁ ফ্রাঁসিস কোপের বোনের নামে সুইজারল্যান্ডে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়। তারপর ওই অর্থ জিয়াদ তাকিদিন নামের একজন অস্ত্র ব্যবসায়ীর মাধ্যমে বিতরণ করা হয়। তবে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির মুখপাত্র নাতালি কোসিস্কো-মোরিজেট এ রিপোর্টকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির প্রতিদ্বন্দ্বী ফ্রাঁসিস হল্যান্ডির সমর্থকরা এমন প্রচারণা চালাচ্ছেন। 
Source: http://mzamin.com/index.php?option=com_content&view=article&id=42058:2012-04-29-14-22-33&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77

No comments:

Post a Comment