Tuesday, April 17, 2012

যুক্তরাজ্যের সবচেয়ে বড় শত্রু জর্জ ওয়াশিংটন












 গ্রেট বৃটেনের বিরুদ্ধে ‘বৈপ্লবিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রকে নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বৃটেনের সর্বকালের সবচেয়ে বড় শত্রু বলে বিবেচিত হয়েছেন। আর সে তালিকায় রয়েছেন ভারতের টিপু সুলতান ও ঝাঁসির রাণীও। নতুন এক জরিপে উঠে এসেছে এমনই এক তথ্য। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্যের শত্রুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন আইরিশ নেতা মাইকেল কলিন্স। এরপরের অবস্থানগুলোতে রয়েছেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ফিল্ড মার্শাল আরউইন রোমেল ও তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক।

No comments:

Post a Comment