Tuesday, April 17, 2012

ফেরেশতা বললেও ড্রোন হামলা সমর্থন করবো না




জনপ্রিয় ক্রিকেটার থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতায় পরিণত হওয়া পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বলেছেন, যদি ইউনিফর্ম পরা ফেরেশতা এসেও বলে ড্রোন হামলা সমর্থন করতে তাও তিনি করবেন না। ইমরান জানান, তিনি ক্ষমতায় গেলে তখন কেউ ড্রোন হামলা করলে, তা ভূপাতিত করার জন্য গোপন বিমান প্রস্তুত রাখা হবে। গতকাল এ খবর দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, ইমরান দাবি করেছেন পাকিস্তান সরকারের মত নিয়েই ড্রোন হামলা হচ্ছে। পাকিস্তানের উপজাতীয় এলাকায় মার্কিন ড্রোন (চালকবিহীন বিশেষ যুদ্ধ বিমান) হামলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে আমেরিকার দাবি, সন্ত্রাস দমনের কার্যকর পদক্ষেপ এটি।

No comments:

Post a Comment