Thursday, April 19, 2012

সিয়াচেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান নওয়াজের

Source: the daily Manabzamin

 সিয়াচেন থেকে ভারত ও পাকিস্তানের উচিত সেনা প্রত্যাহার করা। সেখানে দু’দেশের সামরিক অবস্থানের ইতি ঘটানোর এ আহ্বান জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফ। তিনি বলেছেন, ভারত কি করবে সেদিকে তাকিয়ে না থেকে পাকিস্তানের উচিত সেনা প্রত্যাহারে পদক্ষেপ নেয়া। নওয়াজ শরীফ বলেন, এ বিষয়টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া দরকার পাকিস্তান সরকারের। এটা কোন আত্ম অহমিকার বিষয় নয়। এজন্য দুই দেশের সরকারকে একত্রে বসতে হবে এবং সমস্যার স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সিয়াচেনে যেখানে ভারত ও পাকিস্তানের সেনা মোতায়েন করা আছে তার উচ্চতা ২৩০০০ থেকে ২৪০০০ ফুট। সেখানকার আবহাওয়া মারাত্মক প্রতিকূল। সেই উচ্চতায় সেনা মোতায়েন রাখা দু’দেশের কারো জন্য উপযুক্ত পদক্ষেপ নয়। নওয়াজ শরীফ মঙ্গলবার হেলিকপ্টারযোগে সিয়াচেনে পাকিস্তানের সেনা ক্যাম্প পরিদর্শন করেন। এরপর তিনি উত্তরাঞ্চলীয় শহর স্কারডুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গত ৭ই এপ্রিল সিয়াচেনে পাকিস্তানের ওই সেনা ক্যাম্পে আঘাত হানে প্রলয়ঙ্করী হিমবাহ। তার নিচে চাপা পড়ে নিহত হন পাকিস্তানের ১৩৮ জন। এর মধ্যে ১২৭ জন সেনা সদস্য ও ১১ জন বেসামরিক  লোক। তারা ব্যাটালিয়ন সদর দপ্তরে ৮০ ফুট বরফের নিচে চাপা পড়েন। এ বিষয়টিকে সামনে রেখে নওয়াজ শরীফ বলেন, এই সিয়াচেন নিয়ে ভারত ও পাকিস্তান প্রতি বছর কোটি কোটি রুপি খরচ করছে। সেখানে সেনা মোতায়েন করা হচ্ছে। তার মতে, দু’দেশ যদি এই সমস্যার সমাধান করে ফেলে তাহলে এই বিপুল পরিমাণ অর্থ জনসেবায় ব্যবহার করা যাবে। নওয়াজ শরীফ স্কারডু সেক্টর পরিদর্শন করার সময় তাকে সিনিয়র সেনা কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। যেসব সদস্য হিমবাহের নিচে চাপা পড়ে চিরদিনের মতো হারিয়ে গেছেন তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান নওয়াজ শরীফ।

No comments:

Post a Comment