Thursday, April 19, 2012

ওয়ারেন বাফেটের ক্যান্সার













  কোটি কোটি ডলারের মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়েছে। তবে তা প্রাথমিক অবস্থায় রয়েছে। চিকিৎসায় তা ভাল হবে বলে চিকিৎসকরা তাকে অভয় দিয়েছেন। গতকাল অনলাইন ফক্স নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ওয়ারেন বাফেট নেব্রাস্কার বিশাল কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ের কর্ণধার। তিনি এ কোম্পানির শেয়ারহোল্ডারদের উদ্দেশে একটি চিঠি লিখেছেন। তাতে ৮১ বছর বয়সী ওয়ারেন জানিয়েছেন, তার মূত্রথলিতে যে ক্যান্সার ধরা পড়েছে তা চিকিৎসায় নিরাময়যোগ্য।

No comments:

Post a Comment