
যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার পিটার স্লিপার। তার বিরুদ্ধে সাবেক এক সহকর্মী অভিযোগ করেছেন যে, তিনি রগরগে যৌন কথাবার্তা সংবলিত বার্তা গ্রহণ করেছেন। গড়ে তুলেছিলেন যৌন সম্পর্ক। এছাড়া তিনি সরকারি তহবিলের ট্যাক্সি ব্যবহার করেছেন। এ অভিযোগে মামলা হওয়ার পর পিটার স্লিপারের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, পুলিশি তদন্ত রিপোর্ট আসার আগেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ বা মামলা প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের দুর্বল সরকারকে ফের অনেকটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অনলাইন বিবিসি এ খবর দিয়ে জানায়, পিটার স্লিপারের বিরুদ্ধে আইনি এ ব্যবস্থা নিয়েছেন তার সাবেক সহকর্মী, পার্লামেন্টের সাবেক সদস্য জেমস অ্যাশবি। অ্যাশবি নিজে একজন সমকামী। তিনিই পিটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। তার বিরুদ্ধে যখন এই অভিযোগ আনা হয় তখন তিনি ছিলেন বিদেশ সফরে। এ ঘটনায় তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। এর একটি অপরাধবিষয়ক। অন্যটি বেসামরিক আইনের অধীনে। আমার বিরুদ্ধে অপরাধবিষয়ক অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগেই আমি পদ থেকে সরে যাওয়াটাকে যথার্থ বলে মনে করি। যখন এ অভিযোগ থেকে আমি রেহাই পাবো, অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে তখন আবার স্পিকার হিসেবে ফিরে আসবো। তার এই পদত্যাগের ফলে তার ডেপুটি লেবার দলের এমপি আনা বারকি অস্থায়ী ভিত্তিতে স্পিকারের দায়িত্ব পালন করবেন।
No comments:
Post a Comment