Sunday, April 22, 2012

জ্যাকব জুমার ৬ষ্ঠ স্ত্রী এনজেমা















Source: The daily Manabzamin
৬ষ্ঠ বারের মতো বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকার বহুগামী (পলিগমাস) প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তার দীর্ঘদিনের বান্ধবী বাঙ্গি এনজেমাকে শুক্রবার বিয়ে করেন তিনি। এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় বিয়ে। সাবেক আইটি কর্মী এনজেমা দক্ষিণ আফ্রিকায় পরিচিত মুখ। এর আগে প্রেসিডেন্টের সঙ্গে বিদেশ সফরও করেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে জুলু সমপ্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। জুমার এই সমপ্রদায়টিতে বহু বিবাহ একটি বৈধ অধিকার। বিয়ে অনুষ্ঠানের পর ঘর-কনে ঐতিহ্যবাহী জুলু সংস্কৃতি অনুযায়ী একসঙ্গে নাচে অংশ নেন বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। জুমার মোট ২১ সন্তান রয়েছে। যার মধ্যে এনজেমার গর্ভে সাত বছর বয়সী একটি ছেলেও আছে। জুমা মোট ছয়টি বিয়ে করেন। এর মধ্যে ২০০০ সালে তার এক স্ত্রী আত্মহত্যা করেন। আর এক স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। বর্তমানে চতুর্থ স্ত্রী এনজেমাসহ বাকিরা এখনও জুমার সঙ্গে বিয়ে বন্ধনে আছেন। এদের সবাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় সরকারিভাবে ফার্স্ট লেডির কোন পদ নেই। প্রেসিডেন্টের স্ত্রীরাও কোন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন না বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

No comments:

Post a Comment