অপ্রাপ্ত বয়স্ক এক যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের কেলেঙ্কারি
প্রকাশ হওয়ার পর সিঙ্গাপুরজুড়ে শুরু হয়েছে তোলপাড়। এতে দেশটির অভিজাত
শ্রেণীর রাজনীতিবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, আমলা ও সামরিক কর্মকর্তাসহ
কমপক্ষে ৪৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরের আইনে পতিতাবৃত্তি বৈধ। তবে ২০০৮ সালের এক আইন অনুযায়ী ১৮ বছরের
কম বয়সীদের যৌনকর্মী হিসেবে অর্থ প্রধান অবৈধ। ফলে ২০ থেকে ৪০ বছর বয়সী ওই
৪৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একটি প্রাইমারি স্কুলের প্রধান
শিক্ষক অপ্রাপ্ত বয়স্ক যৌনকর্মী সরবরাহের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার
করেন শুক্রবার। ফলে একটি জেলা আদালত তাকে এই অপরাধে নয় সপ্তাহের জেল দেন।
তারপরই বিষয়টি আলোচনায় আসে। অভিযুক্তদের মধ্যে ৪০ বছর বয়সী সুইজারল্যান্ডের
একজন ব্যাংকার জার বুয়ারগিং রয়েছেন। তিনি ইউবিএস ব্যাংকে চাকরি করেন।
অভিযুক্তদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হলেন হাওয়ার্ড শাও, সিনেমা ও
ল্যান্ডবিষয়ক জায়ান্ট শাও অর্গানাইজেশনের সহ-প্রতিষ্ঠাতা রানমে শাও’র নাতি।
প্রথম সংসারে দুই মেয়ের বাবা, ৪১ বছর বয়সী শাও, দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার
মাত্র এক মাস আগে ওই যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর সবচেয়ে বেশি তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্তদের
তালিকা আরও অনেক দীর্ঘ হতে পারে বলে ওয়েবসাইট ও সিঙ্গাপুরের মিডিয়াগুলো
বলছে।
Source: http://mzamin.com/index.php?option=com_content&view=article&id=42061:2012-04-29-14-23-45&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
Source: http://mzamin.com/index.php?option=com_content&view=article&id=42061:2012-04-29-14-23-45&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
No comments:
Post a Comment