
অস্ট্রেলিয়ার বিলিয়নিয়ার ক্লিভ পালমার ঐতিহাসিক টাইটানিকের আদলে গড়বেন টাইটানিক-২। এ টাইটানিক ২০১৬ সাল নাগাদ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করবে। টাইটানিকডুবির শততম বার্ষিকী স্মরণ করার কয়েক সপ্তাহ পরে সোমবার ক্লিভ পালমার ওই ঘোষণা দেন। এ বিষয়ে তিনি চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিএসসি জিনলিং শিপইয়ার্ড শিপইয়ার্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, টাইটানিক ঠিক যেমনটা ছিল টাইটানিক-২ হবে ঠিক তার মতো। কোন ছিটেফোঁটার অমিল রাখা হবে না। তবে এতে ব্যবহার করা হবে একুশ শতকের প্রযুক্তি, সর্বশেষ নেভিগেশন ও নিরাপত্তা ব্যবস্থা।
No comments:
Post a Comment