তখন ভিকটিম তাকে লাথি মেরে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে এমইএম বাইরে থেকে অনুনয় করে বলেন, তিনি তাকে কিছুই করবেন না। তিনি যেন এ ব্যাপারে তাদের স্পন্সরকে কিছু না জানান। এতে বাথরুমের দরজা খুলে দেন ভিকটিম। পরে বাসায় এসে স্পন্সরকে বলেননি ভিকটিম। কিন্তু তিনি ওই বাসার অন্য গৃহপরিচারিকা ইথিওপিয়ার হালিমাকে বিষয়টি বলেন। হালিমা আদালতে বলেন, ফিরে এসে অনেক কাঁদছিল এসএমএম। কিছু বলছিল না। পরে তিনি জোর করলে সে তাকে ঘটনা জানায়। এদিকে যার বাসায় এসএমএমকে নিয়ে গিয়েছিল এমইএম ওই বাসার অধিবাসী বাংলাদেশী সেলসম্যান মোহাম্মদ আফজাল বলেন, এমইএম আমাকে বলেছে তার সঙ্গে একজন স্টাফ আছে তারা একটু রেস্ট করবে। তাই আমি বাসা ছেড়ে বেরিয়ে যাই। ভেতরে কি হয়েছে আমি জানি না। পরে বিষয়টি তাদের স্পন্সরের স্ত্রীকে জানান হালিমা। স্পন্সরের স্ত্রী ঘটনা পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়।
Tuesday, April 3, 2012
দুবাইতে বাংলাদেশীর সাজা, বহিষ্কারাদেশ বহাল
তখন ভিকটিম তাকে লাথি মেরে ফেলে দিয়ে দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে এমইএম বাইরে থেকে অনুনয় করে বলেন, তিনি তাকে কিছুই করবেন না। তিনি যেন এ ব্যাপারে তাদের স্পন্সরকে কিছু না জানান। এতে বাথরুমের দরজা খুলে দেন ভিকটিম। পরে বাসায় এসে স্পন্সরকে বলেননি ভিকটিম। কিন্তু তিনি ওই বাসার অন্য গৃহপরিচারিকা ইথিওপিয়ার হালিমাকে বিষয়টি বলেন। হালিমা আদালতে বলেন, ফিরে এসে অনেক কাঁদছিল এসএমএম। কিছু বলছিল না। পরে তিনি জোর করলে সে তাকে ঘটনা জানায়। এদিকে যার বাসায় এসএমএমকে নিয়ে গিয়েছিল এমইএম ওই বাসার অধিবাসী বাংলাদেশী সেলসম্যান মোহাম্মদ আফজাল বলেন, এমইএম আমাকে বলেছে তার সঙ্গে একজন স্টাফ আছে তারা একটু রেস্ট করবে। তাই আমি বাসা ছেড়ে বেরিয়ে যাই। ভেতরে কি হয়েছে আমি জানি না। পরে বিষয়টি তাদের স্পন্সরের স্ত্রীকে জানান হালিমা। স্পন্সরের স্ত্রী ঘটনা পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment