Monday, April 9, 2012

২৩শে এপ্রিল পার্লামেন্টে যোগ দেবেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি আগামী ২৩শে এপ্রিল পার্লামেন্টে প্রথমবারের মতো যোগ দেবেন। গতকাল তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ তথ্য দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১লা এপ্রিলের উপ-নির্বাচনে পার্লামেন্টের ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে ৪৩টিতে নিরঙ্কুশ জয় পায় সু চির দল। নিজ নির্বাচনী এলাকা কওহমুতে সহজ জয় পান নোবেল বিজয়ী এ নেত্রী। এদিকে এর ফলে মিয়ানমারের সামরিক সরকারের মূল বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করলো এনএলডি। আর সু চির হাত ধরেই দেশে গণতন্ত্রের ভিত রচিত হবে বলে আশা করছে সাধারণ মানুষ।

No comments:

Post a Comment