মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি আগামী ২৩শে এপ্রিল
পার্লামেন্টে প্রথমবারের মতো যোগ দেবেন। গতকাল তার রাজনৈতিক দল ন্যাশনাল
লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ তথ্য দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব
ইন্ডিয়া জানিয়েছে, গত ১লা এপ্রিলের উপ-নির্বাচনে পার্লামেন্টের ৪৪টি আসনে
প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে ৪৩টিতে নিরঙ্কুশ জয় পায় সু চির দল। নিজ
নির্বাচনী এলাকা কওহমুতে সহজ জয় পান নোবেল বিজয়ী এ নেত্রী। এদিকে এর ফলে
মিয়ানমারের সামরিক সরকারের মূল বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করলো এনএলডি।
আর সু চির হাত ধরেই দেশে গণতন্ত্রের ভিত রচিত হবে বলে আশা করছে সাধারণ
মানুষ।
No comments:
Post a Comment