Monday, April 9, 2012

ইসরাইলে গুন্টার গ্রাস নিষিদ্ধ


ইসরাইল বিশ্ব শান্তির হুমকি- এরকম এক কবিতা লিখে এবার ইসরাইলের রোষানলে পড়েছেন সাহিত্যে নোবেলজয়ী লেখক গুন্টার গ্রাস। ওই কবিতার জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে ইসরাইলে। তিনি যেন ইসরাইলে প্রবেশ করতে না পারেন সে জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। গুন্টার গ্রাস তার কবিতায় ইসরাইলকে অন্ধ সমর্থন দেয়ার জন্য নিজ রাষ্ট্র জার্মানির সমালোচনা করেন। তিনি বলেন, জার্মানির উচিত নয়  ইসরাইলে অস্ত্র বিক্রি করা। কারণ, এই অস্ত্র দিয়ে হয়তো ইরানের ওপর হামলা চালানো হবে। এদিকে গুন্টার গ্রাসের কবিতা প্রকাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইসরাইলি মন্ত্রী এলি ইয়াসাই গণমাধ্যমকে বলেন, এরপর গুন্টার গ্রাসকে আর স্বাগত জানানো যায় না। কারণ, তিনি ইসরাইলি রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন। এলি ইয়াসাই গোঁড়া অর্থোডক্স ইহুদিদের একজন নেতা। পাশাপাশি তিনি ইসরাইলের ক্ষমতাসীন জোট সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। ইয়াসাই বলেন, গুন্টার গ্রাসের উচিত ইরানে চলে যাওয়া। কারণ, সেখানে তাকে সমর্থন দেয়া ও তার কথা শোনার মতো অনেক সমর্থককেই খুঁজে পাবেন। নোবেল জয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস ‘হোয়াট মাস্ট বি সেইড’ শিরোনামে জার্মান পত্রিকায় একটি কবিতা লেখেন। কবিতায় তিনি ইসরাইলের পারমাণবিক কর্মসূচির কঠোর সমালোচনা করে ইহুদি রাষ্ট্রটিকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো ইসরাইলি কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment