Tuesday, April 3, 2012

হাফিজ সাঈদকে ধরতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা


ভারতের দিল্লিতে ২৬শে নভেম্বরের বোমা হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদ সম্পর্কে তথ্য দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে প্রেসিডেন্ট বারাক ওবামার মার্কিন প্রশাসন। বারাক ওবামার এ উদ্যোগকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দিল্লিকে সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তান ভিত্তিক হাফিজ সাঈদ লস্কর-ই-তৈয়্যেবা (এলইট) এর প্রতিষ্ঠাতা এবং নিষিদ্ধ ঘোষিত জামাত-উদ-দাওয়ার প্রধান। বর্তমান দিল্লি সফরকারী রাজনৈতিক বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরমান সোমবার আনুষ্ঠানিকভাবে ওবামা প্রশাসনের এ উদ্যোগের কথা জানিয়েছেন বলে জি নিউজ জানিয়েছে। ভারতে প্রথম সফরের আসা শেরমান শীর্ষ ভারতীয় কর্মকর্তাদেরকে জানিয়েছেন, সাঈদের পাশাপাশি তার শ্যালক এবং লস্করের সহপ্রতিষ্ঠাতা আব্দুল রেহমান মাক্কির জন্যও যুক্তরাষ্ট্র ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে। সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততা থাকার দায়ে এলইটি এবং জেইউডি উভয়কেই যুক্তরাষ্ট্র কালোতালিকাভুক্ত করেছে। ২৬শে নভেম্বরের হামলার পর জেইউডি প্রধানকে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। মুম্বইয়ের ওই হামলায় ছয় মার্কিন নাগরিকসহ ১৬৬ ব্যক্তি নিহত হয়েছিল। মুম্বই সন্ত্রাসী হামলার জন্য সাঈদকেই মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়। ভারত কর্তৃপক্ষ এ ব্যাপারে সাঈদের সম্পৃক্ততা নিয়ে পাকিস্তানে কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণও দিয়েছে। পাকিস্তানকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দিল্লি ও আন্তর্জাতিক পরিমণ্ডলের চাপ সত্ত্বেও সাঈদ সেখানে মুক্তভাবে চলাফেরা করছে। আত্মপক্ষ সমর্থন করে পাকিস্তান কেবল বলেছে, নতুন দিল্লি সাঈদের বিরুদ্ধে উপযুক্ত এবং বাস্তব সম্মত প্রমাণ দিতে পারলেই তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

No comments:

Post a Comment