Wednesday, April 4, 2012

মমতাময়ী লেইলা আর নেই

বিশ্বের সবচেয়ে প্রবীণ চিকিৎসক হিসেবে খ্যাতি পাওয়া লেইলা ডেনমার্ক ১১৪ বছর বয়সে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের আটলান্টার অধিবাসী লেইলা ১০৩ বছর বয়সে পেশাগত জীবন থেকে অবসর নিয়েছিলেন। পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, লেইলা শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। বেশ আদর করতেন তাদের। মাতৃস্নেহ আর দরদ দিয়ে শিশুদের চিকিৎসা করতেন তিনি। পেশা হলেও, রোগীদের পরিবারকে আপন করে নিতেন।
অনেক সময় দিতেন। তার চলে যাওয়াটা তাই বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি করেছে। চিকিৎসক হিসেবে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা অনুপ্রাণিত করবে নতুন প্রজন্মের চিকিৎসকদের।

No comments:

Post a Comment