Sunday, April 8, 2012

চীনে আইপ্যাড কিনতে কিডনি বিক্রি


চীনে আইফোন ও আইপ্যাড কেনার জন্য নিজের কিডনি বিক্রি করেছিল ওয়্যাং নামে ১৭ বছরের এক কিশোর। এ ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসকসহ ৫ অপরাধীকে চীনের দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, গত বছরের এপ্রিলে যে চিকিৎসক ওই কিশোরের শরীর থেকে কিডনি অপসারণ করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। চীনের রাষ্ট্রচালিত সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, কিডনি প্রতিস্থাপন অপারেশন বাবদ ওই অপরাধী চক্রের সদস্যরা ৩৫ হাজার ডলার পেয়েছিল। ওই কিশোরকে কিডনি বিক্রি বাবদ দেয়া হয়েছিল ৩ হাজার ডলার। ওয়্যাং বর্তমানে জটিল কিডনি রোগে ভুগছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment