Monday, April 9, 2012

জারদারির ভারত সফর নিয়ে ইমরানের প্রশ্ন



ছেলে বিলাওয়াল জারদারি ভুট্টোসহ ৪০ সফরসঙ্গী নিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ব্যক্তিগত ভারত সফর নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। গতকাল এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সিয়াচেনে হিমবাহের নিচে দেশের ১৩৫ জন সেনা যে সময়ে নিখোঁজ, তাদের শোকে দেশ কাতর- সে সময়ে এমন সফর নিয়ে  প্রেসিডেন্টকে ঘায়েল করলেন ইমরান। তার আক্রমণের লক্ষ্য ছিল মূলত পাকিস্তানের উদীয়মান রাজনীতিক, পিপিপির ভবিষ্যৎ উত্তরাধিকার বিলাওয়াল জারদারি ভুট্টো (২৩)। ইমরান বললেন, দেশের জন্য দেশের মানুষের জন্য তাদের কোন নাড়ির টান নেই। তিনি বিলাওয়াল ভুট্টোকে উদ্দেশ্য করে বলেন, যেসব নেতা তার দেশের প্রতি দেশের প্রতিষ্ঠানের প্রতি সম্মান নেই তাদের জনগণ কোনদিন ক্ষমা করবে না। ইমরান খান বললেন, প্রেসিডেন্ট জারদারি বা তার ছেলে কেউই দেশের মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় তা জানেন না। তিনি বলেন, বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের মানুষ কি সমস্যায় ডুবে আছেন সে সম্পর্কে তো জানেনই না। এমনকি তিনি উর্দু পর্যন্ত বলতে পারেন না। এমন পারিবারিক রাজনীতি থেকে পাকিস্তানকে উত্তরণের আহ্বান জানান তিনি। ইমরান খান বলে, তিনি নির্বাচিত হলে খ্যাতিমান ব্যক্তিদের পরিবর্তে সাধারণ নাগরিকদের মাঝ থেকে নেতা বানাবেন। এক্ষেত্রে তিনি ভুট্টো পরিবার, পিপিপি ও নওয়াজ শরীফেরও সমালোচনা করেন। শুধু ইমরান খানই নন, পাকিস্তানের অনেক বিজ্ঞজন আসিফ আলী জারদারির এমন সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। পাকিস্তান সেনাবাহিনীর ১৩৫ জন সেনা যখন সিয়াচেন এলাকায় হিমবাহের নিচে চাপা পড়ে নিখোঁজ তখন তার এমন সফর নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আসিফ আলী জারদারি ও তার সরকারের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক গত কয়েক মাস ধরে ভাল যাচ্ছে না। এক পর্যায়ে যে কোন সময় পাকিস্তানে সেনা অভ্যুত্থান ঘটার একটি আশঙ্কা সৃষ্টি হয়। আস্তে আস্তে তার প্রশমিত হয়ে এসেছে। এমন সময় এতগুলো সেনা সদস্য নিখোঁজ হওয়ার পর তিনি সেই দূরত্ব আরও ঘুচানোর উদ্যোগ নিতে পারতেন। নিজে উদ্ধারকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে উড়ে গেলেন আজমীর শরীফ। তাও তার ব্যক্তিগত সফরে। ওদিকে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ও পরমাণু কর্মসূচির জনক ড. আবদুল কাদের খান দাবি করেছেন- সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানের অনেক ক্ষতি করেছেন। তিনি ‘পাকিস্তানের গর্ভাচভ’ হতে যাচ্ছেন এমনটা প্রমাণ করেছেন। মোশাররফ পাকিস্তানকে একটি গভীর সঙ্কটের ভিতরে নিয়ে গিয়েছেন। তার ভুল পদক্ষেপের মাশুল এখনও দিচ্ছে পাকিস্তান।

No comments:

Post a Comment