তিনিই ক্ষমতাসীন সামরিক পরিষদের সঙ্গে সব বোঝাপড়ার নেতৃত্ব দিচ্ছেন। বিদেশী কোন কূটনীতিক বা বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনিই মুসলিম ব্রাদারহুডের সাধারণ মুখ। ধনাঢ্য ব্যবসায়ী হওয়ায় তিনি ইসলামপন্থি এই দলটির সিনিয়র নেতা ও মূল অর্থের যোগানদাতা। তবে শেষ মুহূর্তে কেন এ দলটি নির্বাচনমুখী হয়েছে সে সম্পর্কে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে- মুসলিম ব্রাদারহুড নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। এর কারণ তারা মিশরের অভ্যুত্থানের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে চায় এবং তারা সামরিক শাসকদের কাছ থেকে ক্ষমতা বেসামরিক শাসকদের হাতে তুলে দিতে চায়। নবনির্বাচিত পার্লামেন্টে তারা এরই মধ্যে নিজেদের আধিপত্য জাহির করেছে। নতুন সংবিধানের যে খসড়া তৈরির প্যানেল করা হয়েছে সেখানেও তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা অভিযোগ করেছে, তারা পার্লামেন্ট নির্বাচনের পর নতুন একটি মন্ত্রিসভা গঠন করতে চেয়েছিল। কিন্তু তাতে বাধা দেয়া হয়েছে। এমনকি পার্লামেন্ট ভেঙে দেয়ার হুমকি দেয়া হয়েছিল। কাকে কাকে মন্ত্রী বানানো হবে তা নিয়ে ক্ষমতাসীন সামরিক শাসকদের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের দূরত্ব অনেকটাই বেড়ে গেছে।
Sunday, April 1, 2012
অবশেষে প্রেসিডেন্ট পদে প্রার্থী দিলো মুসলিম ব্রাদারহুড
তিনিই ক্ষমতাসীন সামরিক পরিষদের সঙ্গে সব বোঝাপড়ার নেতৃত্ব দিচ্ছেন। বিদেশী কোন কূটনীতিক বা বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তিনিই মুসলিম ব্রাদারহুডের সাধারণ মুখ। ধনাঢ্য ব্যবসায়ী হওয়ায় তিনি ইসলামপন্থি এই দলটির সিনিয়র নেতা ও মূল অর্থের যোগানদাতা। তবে শেষ মুহূর্তে কেন এ দলটি নির্বাচনমুখী হয়েছে সে সম্পর্কে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে- মুসলিম ব্রাদারহুড নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। এর কারণ তারা মিশরের অভ্যুত্থানের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে চায় এবং তারা সামরিক শাসকদের কাছ থেকে ক্ষমতা বেসামরিক শাসকদের হাতে তুলে দিতে চায়। নবনির্বাচিত পার্লামেন্টে তারা এরই মধ্যে নিজেদের আধিপত্য জাহির করেছে। নতুন সংবিধানের যে খসড়া তৈরির প্যানেল করা হয়েছে সেখানেও তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা অভিযোগ করেছে, তারা পার্লামেন্ট নির্বাচনের পর নতুন একটি মন্ত্রিসভা গঠন করতে চেয়েছিল। কিন্তু তাতে বাধা দেয়া হয়েছে। এমনকি পার্লামেন্ট ভেঙে দেয়ার হুমকি দেয়া হয়েছিল। কাকে কাকে মন্ত্রী বানানো হবে তা নিয়ে ক্ষমতাসীন সামরিক শাসকদের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের দূরত্ব অনেকটাই বেড়ে গেছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment