Thursday, May 3, 2012

জীবন নিয়ে শঙ্কিত মায়াবতী নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি






















নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। তাই এ আশঙ্কার কথা জানিয়েছে নিরাপত্তা বৃদ্ধি দাবি করে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তিনি চিঠি লিখেছেন। ওই চিঠিতে লেখা বিস্তারিত কোন তথ্য সম্পর্কে কিছু জানা না গেলেও রিপোর্টে বলা হয়েছে, উত্তর প্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তার নিজের জীবন নিয়ে খুবই শঙ্কিত। তাই তিনি চাইছেন, কেন্দ্রীয় সরকার যেন তার নিরাপত্তা আরও জোরদার করে। মায়াবতী বলেছেন, সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার তার নিরাপত্তা মাত্রাতিরিক্তভাবে কমিয়ে দিয়েছে। এর ফলে তার চলাফেরা করতে সমস্যা হচ্ছে। বর্তমানে ৩৬ জন নিরাপত্তা কর্মকর্তা তার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। লক্ষ্ণৌতে নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই মায়াবতী নিজের জীবন হুমকির সম্মুখীন বলে দাবি করে আসছেন। তবে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি তার আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছে, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে।
Source: The daily Manabzamin

No comments:

Post a Comment