
পাকিস্তানের বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফকে মিথ্যার রাজা বলে উল্লেখ করেছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। তিনি দাবি করেছেন, শরীফ ভ্রাতৃদ্বয় যে সরকারের তহবিল থেকে তিন কোটি ২০ লাখ ডলার মেরে দিয়েছেন সে ব্যাপারে তার কাছে অকাট্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) পিএমএল-এনের নেতারা যে মিথ্যার রাজা তিনি সেটা প্রমাণ করেই ছাড়বেন। তাদের বিরুদ্ধে এ দুর্নীতির অভিযোগ প্রমাণ না করতে পারলে তিনি জেলে যেতেও রাজি। রেহমান মালিক বলেন, শরীফদের দুর্নীতির প্রমাণ তিনি ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কাছে জমা দেবেন। তাদের যদি দুঃসাহস থাকে তবে তারা যেন এ ব্যাপারে চ্যালেঞ্জ করেন। এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মালিক বলেন, তারা যদি দোষী না হন তাহলে তারা আমার দাবিকে ভুল প্রমাণ করুক। তাদের প্রশিক্ষণ দেয়া স্বৈরশাসক যেভাবে কাজ করেছেন তারাও ঠিক একইভাবে কাজ করছেন। তিনি নানা ব্যাপারে মিথ্যা কথা বলতেন। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আদালত অবমাননার ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য পিএমএল-এন নেতা নওয়াজ শরীফের গতকাল দলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির এক মিটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। পিএমএল-এন ঘোষিত লংমার্চের প্রেক্ষিতে রেহমান মালিক বলেছেন, নওয়াজ লীগ একটি হুমকি দিলে আমি ১০টি হুমকির মাধ্যমে এর জবাব দেবো। মালিক বলেন, শরীফরা যে হুদাবিয়া পেপার মিলসের ঘটনায় দোষী সে ব্যাপারে লন্ডনের হাইকোর্ট ইতিমধ্যেই মত দিয়েছে। জনগণের অর্থ তারা তছরুপ করে লন্ডন নিয়ে গেছেন। সেখানকার আদালত এ ব্যাপারে রায় দিয়েছে।
তারা যদি সৎ হতেন তাহলে এ অর্থের কথা জনগণকে জানাতেন।
No comments:
Post a Comment