
আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন হত্যার বর্ষপূর্তি উপলক্ষে গতকাল পাকিস্তানজুড়ে সতর্কতা জারি করা হয়। লাদেন হত্যার প্রতিশোধ নিতে এদিন দেশটির বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করে পাকিস্তান। এজন্য নেয়া হয় উচ্চ স্তরের সতর্কতা। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। গত বছর ২রা মে যুক্তরাষ্ট্রের নেভি সিলের সদস্যদের হামলায় অ্যাবোটাবাদের বাড়িতে নিহত হন লাদেন। এদিকে লাদেন সপরিবারে পাকিস্তানে আত্মগোপনের ঘটনায় এখনও যুক্তরাষ্ট্রের সন্দেহের তীর ইসলামাবাদের দিকে। এমনকি এখনও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গিরাও পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। সে তালিকায় রয়েছেন লাদেনের উত্তরসূরি আয়মান আল-জাওয়াহিরি ও আফগান তালেবানের নেতা মোল্লাহ ওমর।
Source: The dailyManabzamin
No comments:
Post a Comment