Sunday, May 6, 2012

গিলানিকে মার্কিন কংগ্রেসম্যানের চিঠি ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান

পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান ডানা রোহরাবেচার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্র একে যতই অর্থ সহযোগিতা করুক না কেন এর অবস্থার কোন পরিবর্তন হবে না। চিঠিতে রোহরাবেচার লিখেছেন, মার্কিন কংগ্রেস সদস্যদের মধ্যে ক্রমেই স্পষ্ট হচ্ছে যে, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। যুক্তরাষ্ট্র একে যত আর্থিক সহযোগিতাই করুক না কেন এর অবস্থার কখনোই পরিবর্তন হবে না। তিনি এ চিঠিতে সমপ্রতি পুলিশি নির্যাতনে বেলুচিস্তানে চার ব্যক্তির নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লিখেছেন, পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী যতদিন পর্যন্ত সংখ্যালঘুদের স্বায়ত্তশাসনের বিষয়টি অস্বীকার করবে ততদিন এর ভবিষ্যৎ অন্ধকারই থাকবে। হাউস ফরেইন অ্যাফেয়ার্স ওভারসাইট অ্যান্ড ইনভেস্টিগেশন্স সাব-কমিটির চেয়ারম্যান রোহরাবেচার বলেছেন, পাকিস্তানকে দেয়া আর্থিক সাহায্যের কোন ফল পাওয়া যায় না। পাকিস্তানের সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ যে বছরের পর বছর ধরে বেলুচিস্তান এবং অন্যসব প্রদেশের জনগণের উন্নয়নের লক্ষ্যে দেয়া আর্থিক সহায়তা নিজের দেশের জনগণকে রোধ করতেই সন্ত্রাসবাদের মদদ এবং অস্ত্র কেনার কাজে ব্যবহার করেছে সেটাও স্পষ্ট হয়ে গেছে।

No comments:

Post a Comment