Sunday, May 6, 2012

আসছে স্যামসাং গ্যালাক্সি এসথ্রি

 নতুন ও নিজেদের সর্বশেষ স্মার্টফোন- দ্য গ্যালাক্সি এসথ্রি বাজারে ছাড়ছে ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং। এ মাসের শেষের দিকে এসথ্রি বিক্রি শুরু হচ্ছে ইউরোপে। এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এর পরে বিক্রি শুরু হবে। এর আগের স্মার্টফোনের স্ক্রিন ছিল ৪ দশমিক ৩ ইঞ্চি। আর নতুন গ্যালাক্সি এসথ্রি-এর স্ক্রিন তার চেয়ে একটু বড়। এর পরিমাপ হলো ৪ দশমিক ৮ ইঞ্চি। বিশ্বে এখন প্রাধান্য বিস্তারকারী প্রতিষ্ঠান নকিয়াকে এ ক্ষেত্রে ছাড়িয়ে গেছে স্যামসাং। স্যামসাং এর আগে যে গ্যালাক্সি এসটু বাজারে ছাড়ে, তার ধাক্কাতেই নকিয়া দ্বিতীয় অবস্থানে চলে আসে। বাজারে এখন ৪ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিনের এইচটিসি ওয়ান এক্স নামের যে স্মার্টফোন আছে, সেটিও পেছনে ফেলে দিল স্যামসাং। অ্যাপলের আইফোন ফোরএস-এর স্ক্রিনের পরিমাপ ৩ দশমিক ৫ ইঞ্চি। আর নকিয়ার লুমিয়া ৯০০-এর স্ক্রিন ৪ দশমিক ৩ ইঞ্চি। এরই মধ্যে স্যামসাং তার ফোন, ট্যাবলেট হাইব্রিড ও গ্যালাক্সি নোটের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর একটাই কারণ, স্যামসাং পণ্যের রয়েছে অন্যদের চেয়ে বড় স্ক্রিন। এর ফলে এ শিল্পের অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে আছে তারা। দক্ষিণ কোরিয়া ভিত্তিক এ প্রতিষ্ঠানটি বলেছে, তাদের এসব পণ্যে যে উন্নতমানের ক্যামেরা ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তাতে ব্যবহারকারী  যে ছবি তুলবেন এতে পাওয়া যাবে প্রকৃতির ছোঁয়া। এসথ্রি’তে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আছে ১ দশমিক ৯ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর সাহায্যে ভিডিও ধারণ করা যাবে। এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুটি রঙে। একটি হলো হাল্কা নীল। অন্যটি সাদা। স্যামসাং বলেছে, তারা এ ফোনটির বিস্তারিত ফিচার পরে প্রকাশ করবে।

No comments:

Post a Comment