Thursday, May 10, 2012

নারীদের জন্য নিষিদ্ধ

কর্মক্ষেত্রে নারী স্টাফদের জন্য জিন্স, টি-শার্ট নিষিদ্ধ করে তাদেরকে শাড়ি বা সালোয়ার কামিজের মতো শোভন পোশাক পরার নির্দেশ দিয়েছে ভারতের হরিয়ানার নারী ও শিশু উন্নয়ন বিভাগ। কর্মক্ষেত্রে শোভনীয় পোশাক পরে আসার এক নির্দেশ নামায় টি-শার্টকে বলতে গেলে অশোভন পোশাক বলেই বিতর্কিত এক নির্দেশে উল্লেখ করা হয়েছে। গত ১৮ই এপ্রিল নারী ও শিশু বিভাগের পরিচালকের অফিস থেকে জারি করা এ নির্দেশ ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ড অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে কর্মীদের শোভনীয় পোশাক পরার নির্দেশ দেয়ার মাধ্যমে এতে শাড়ি/সালোয়ার, কামিজ, ওড়নাকে নারীদের জন্য এবং প্যান্ট-শার্টকে পুরুষদের জন্য শোভনীয় পোশাক বলে উল্লেখ করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে কোন কোন কর্মকর্তা টি-শার্ট/পশ্চিমা ঢংয়ের পোশাক পরে কর্মক্ষেত্রে চলে আসেন যা কেবল দৃষ্টিকটু নয় অনেক সময় সরকারি নিয়ম-নীতির পরিপন্থি। তাই এর কর্মকর্তা কর্মচারীদের নতুন নিয়ম অনুসরণ করতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। সমাজ কল্যাণমন্ত্রী গীতা ভুক্কাল এ নির্দেশের ব্যাপারে বলেছেন, হয়তো শালীন পোশাক শব্দটি নিয়েই আপত্তি উঠেছে। বিচারপতি, আইনজীবী, ডাক্কার প্রত্যেকের জন্যই বিশেষ ড্রেস কোড রয়েছে। প্রত্যেকেরই এসব কোড মেনে চলা উচিত। তিনি বলেন, জিন্স পরা অশোভন নয়। আমি বুঝতে পারছি, এ নির্দেশে ব্যবহৃত শব্দগুলো ব্যবহার করা ঠিক হয়নি।  

No comments:

Post a Comment