অনৈতিক যৌনাচার, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে তোলপাড়

অস্ট্রেলিয়ার একটি শীর্ষ ইউনিভার্সিটিতে যৌন হয়রানির
দাবিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে,
স্টুডেন্ট এসোসিয়েশন আয়োজিত একটি ওরিয়েন্টেশন ক্যাম্পে অনৈতিক যৌনাচরণ,
মাদক ব্যবহার এবং নিপীড়নের ঘটনা ঘটেছে। পার্থনাউ এক রিপোর্টে জানিয়েছে, এ
বছরের ফেব্রুয়ারিতে স্টুডেন্ট গিল্ডের আয়োজনে একটি ওরিয়েন্টেশন
ক্যাম্পে এ ধরনের ঘটনার অভিযোগের বিষয়টি ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন
অস্ট্রেলিয়া (ইউডব্লিউএ) স্বীকার করেছে। গত মাসে ইউডব্লিউএ’র এক ছাত্র
ফেসবুকে একাউন্ড খুলে সেখানে ‘বহুগামী’ শিক্ষার্থীদের আনন্দ করার জন্য
রোটনেস্ট আইল্যান্ডে আমন্ত্রণ জানানোর তিন সপ্তাহ পর বিষয়টি জানাজানি হয়ে
যায়। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, নবাগত শিক্ষার্থীরা যাতে
বেশি করে মদ পান করতে পারে সেজন্য সিনিয়র শিক্ষার্থীরা তাদের মুখের ভেতর
আঙ্গুল দিয়ে বমি করিয়েছে। এতে অংশ নেয়া শিক্ষার্থীদের অনেকেই শারীরিক
সম্পর্কে মিলিত হয়েছে। আয়োজনকরা নিজেরাই তাদেরকে প্রয়োজনীয়
নিরাপত্তামূলক ব্যবস্থা সরবরাহ করেছে। আর কোর্স সম্পন্নকারী সিনিয়র
শিক্ষার্থীদের অনেকেই তাদের ওপর মূত্র ত্যাগ করেছে। ইউডব্লিউএ ভাইস
চ্যান্সেলর পল জনসন বলেছেন, তাদের কাছে আসা লিখিত অভিযোগে বাজি ধরে
মদ্যপান, নানা ধরনের নিপীড়ন এবং অস্বাভাবিক যৌনক্রিয়ার কথা উল্লেখ করা
হয়েছে। তিনি বলেছেন, অবশ্য এসব অভিযোগের বিষয়গুলো ইউনিভার্সিটির
স্বাভাবিক অভিযোগের আওতায় পড়ে না। এতে শিক্ষার্থীদের অত্যন্ত আপত্তিকর
আচরণের কথা উল্লেখ করা হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের এ ধরনের
আচরণ সহ্য করা হবে না। প্রফেসর জনসন বলেছেন, এ অভিযোগের প্রেক্ষিতে
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এখন স্টুডেন্ট গিল্ড থেকে তহবিল প্রত্যাহার করে
অন্য খাতে বরাদ্দ দেয়ার কথা ভাবছে। সেই সঙ্গে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ
আইডব্লিউএ গিল্ডকে নির্দেশ দিয়েছে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে
ইউনিভার্সিটির আচরণবিধি সব ক্ষেত্রেই কঠোরভাবে অনুসরণ করে। এছাড়া গিল্ডকে
নির্দেশ দেয়া হয়েছে পরবর্তীতে যে কোন ধরনের অনুষ্ঠান যেন কোন নির্জন
স্থানে আয়োজন না করে যেখানে সবার যাতায়াতের সুযোগ এমন স্থানে আয়োজন করা
হয়। এতে আরও বলা হয়েছে, গিল্ড যদি মদ বিক্রি এবং এর নিয়ন্ত্রণ করতে না
পারে তাহলে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ক্যাম্পের উৎসবে যোগ দিতে দেয়া হবে
না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান
আয়োজন করার আগে নিরাপত্তা রক্ষার্থে কোন নিরপেক্ষ সংস্থার একজন প্রতিনিধি
এবং মে, ডিকেল কর্মকর্তা ওই স্থান পরির্দশন করবেন। ইউডব্লিউএ স্টুডেন্ট
গিল্ড প্রেসিডেন্ট ম্যাথিউ ম্যাকেঞ্জি বলেছেন, যে অভিযোগে উঠেছে সেটি
অত্যন্ত উদ্বেগজনক। আর অভিযোগে যে ধরনের আচরণের কথা উল্লেখ করা হয়েছে সেটা
কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ক্যাম্পের একটি ছোট গ্রুপে বিভক্ত
শিক্ষার্থীদের বিতর্কিত আচরণ সেখানকার সব শিক্ষার্থীদের আচরণের পরিচায়ক
নয়। গিল্ড ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অর্থায়ন করে
থাকে। এসব ওরিয়েন্টেশন এসব সেবারই অংশ বিশেষ। তিনি বলেন, দায়িত্বশীল
ওরিয়েন্টেশন কর্মসূচি নতুন শিক্ষার্থীদের ইউনিভার্সিটির জীবনযাত্রা
সম্পর্কে পরিচিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ।
গিল্ডের পক্ষ থেকে সবগুলো ক্যাম্প পরিদর্শন করা হয়েছে। যে ধরনের আচরণের
ব্যাপারে অভিযোগ করা হয়েছে সে ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
No comments:
Post a Comment