দিল্লিতে যৌন ব্যবসা, ৪ যুবতী আটক
নয়া দিল্লি পুলিশ যৌন বাণিজ্য চালানোর একটি চক্রকে হাতেনাতে আটক করেছে।
তারা দিল্লির রাজেন্দ্রনগর এলাকায় এই বাণিজ্যের জাল পেতেছিল। এ অভিযোগে
আটক করা হয়েছে চার যুবতীকে। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে,
পুলিশ আটক করা ওই যুবতীদের বিষয়ে নজরদারি করছিল যে, তারা আইপিএল চলাকালে
কোন পাতানো ম্যাচের সঙ্গে জড়িত কিনা। এর এক পর্যায়ে তারা ধরা পড়ে। তাদের
মধ্যে দু’জনের বাড়ি দিল্লিতেই। তৃতীয়জনের বাড়ি নেপালে। তারা পুলিশকে
বলেছেন, সম্প্রতি তারা এ পেশায় এসেছেন। তাদের খদ্দেরের তালিকায় রয়েছেন উচ্চ
পর্যায়ের লোকজন।
No comments:
Post a Comment