৭৩ বছর বয়সে জাপানি নারীর এভারেস্ট বিজয়
অদম্য ইচ্ছাশক্তি ও ইতিবাচক মানসিকতার কাছে বয়স কোন
বাধা নয়। নিজের রেকর্ড নিজেই ভেঙে সে কথা নতুন করে প্রমাণ করলেন জাপানের ৭৩
বছর বয়সী নারী তামায়ে ওয়াতানাবে। এ বয়সে তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ
চূড়া বলে খ্যাত ‘মাউন্ট এভারেস্ট’। এ খবর দিয়েছে অনলাইন ডন। চায়না তিব্বত
মাউন্টিনিয়ারিং এসোসিয়েশনের এক মুখপাত্র অ্যাং টিশেরিং বলেছেন, গতকাল সকালে
অভিযাত্রী দলের অন্য ৪ সদস্যের সঙ্গে তিব্বতের উত্তর দিকে অবস্থিত ৮ হাজার
৮৫০ মিটার উঁচু এভারেস্টের চূড়ায় পা রাখেন ওয়াতানাবে। বর্তমানে দলটির সব
সদস্য শারীরিকভাবে সুস্থ রয়েছেন। ২০০২ সালে ৬৩ বছর বয়সে এভারেস্টের চূড়ায়
ওঠে সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয়ের খেতাব জিতেছিলেন ওয়াতানাবে। ১০ বছর পর
নিজের গড়া সে রেকর্ডই ভাঙলেন দুঃসাহসী এ নারী অভিযাত্রিক।
No comments:
Post a Comment