বিড়ালপ্রেমে স্বামী-স্ত্রী’র তালাক

বিড়াল প্রেমের কারণে ইসরাইলের এক ব্যক্তি তার স্ত্রীকে
তালাক দিয়েছেন। তার স্ত্রীর কাছে স্বামীর চেয়ে বিড়াল বেশি প্রিয়। তাই তিনি
বাড়িতে একে একে ৫৫০টি বিড়াল পোষা শুরু করেন। কিন্তু এত্তগুলো বিড়ালের
অত্যাচারে বাড়ির অবস্থা যা-তা। টাইমস অব ইসরাইল জানায়, বিছানায় মলমূত্র
ত্যাগ, এটা ওটা এলোমেলো করা, বিড়াল-বিড়াল ঝগড়া, খাবারের মধ্যে বিড়ালের লোম,
রাতে ঘুমানো যায় না, বিড়ালগুলো মেঝেতে ঘুমায় না, তারা ওই দম্পতির আরামদায়ক
বিছানাকে ঘুমানোর জন্য বেছে নেয়। তাদের অত্যাচারে বাথরুম পর্যন্ত ব্যবহার
করা যায় না। রান্নাঘরে রান্না করার মতো পরিস্থিতি থাকে না। খেতে বসলে
খাবারের প্লেটে লাফিয়ে পড়ে বিড়াল। এমনতরো নানা অত্যাচারে অতিষ্ঠ ওই স্বামী।
এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে অনুরোধ করেন বিড়ালগুলো বাড়ি থেকে বের করে
দিতে। কিন্তু তাতে মোটেও রাজি নন তার স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে প্রায়দিনই
ঝগড়া হতে থাকে। অতিষ্ঠ হয়ে তিনি স্ত্রীকে রাগ ঝাড়েন- বিড়াল বাড়ি থেকে না
তাড়ালে তোমাকে তালাক দেবো। স্ত্রীও কম যান না। তিনি সাফ জানিয়ে দেন- তিনি
স্বামীসঙ্গ ত্যাগ করতে রাজি। কিন্তু বিড়াল কিছুতেই তিনি কাছছাড়া করবেন না। এ
নিয়ে ইসরাইলের বিরশেবা শহরে আদালতে মামলা ওঠে। সেখানে আদালত থেকে তাদেরকে
ফের মিলেমিশে যেতে বলা হয়। কিন্তু মিলিত হওয়ার জন্য ওই ব্যক্তির স্ত্রী সেই
‘তালগাছটা আমার’ জাতীয় মন্তব্য করেন। তিনি বলে দেন- তিনি স্বামীকে ত্যাগ
করতে রাজি আছেন। কিন্তু বিড়ালকে ত্যাগ করবেন না। তো আর কি করা। বিড়ালের
কারণে ভেঙে যায় তাদের সংসার।
No comments:
Post a Comment