Tuesday, May 1, 2012

এমপি’র বাড়িতে সংখ্যালঘু কিশোরী ধর্ষিত

 ভারতের উত্তর প্রদেশে বহুজন সমাজবাদী পার্টির এমপি জুগল কিশোরের লক্ষ্মীপুর খেরির বাড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে এক সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণ করেছে তার প্রহরী। ১৬ বছর বয়সী ওই কিশোরী অভিযোগ করেছে, শনিবার রাতে এক বিয়ের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে তার মুখের ভেতর কাপড় গুঁজে দিয়ে টেনেহেঁচড়ে এমপির বাড়ির ভেতর নিয়ে যায় ব্রিজেশ নামের ওই প্রহরী। সেখানে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে ব্রিজেশ। এ সময় বাড়িতে ছিলেন না ওই এমপি। ধর্ষিতার পিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রেকর্ড করেছে। স্থানীয় পুলিশের অ্যাসিসট্যান্ট  সুপারিন্টেন্ডেন্ট সৌমিত্র যাদব বলেছেন, এক ব্যক্তি একটি এফআরআই করেছেন। তিনি আমাদের বলেছেন, এক ব্যক্তি তার কন্যাকে অপহরণ করে টেনেহেঁচড়ে নিয়ে যায় বহুজন সমাজবাদী পার্টির এমপি জুগল কিশোরের বাড়ির ভেতর। সেখানে তাকে ধর্ষণ করে। এ বিষয়টিতে আমরা তদন্ত করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। ওই কিশোরী বলেছে, তখন রাত সাড়ে ১১টা। কেউ একজন আমার পিছন দিয়ে এসে আমার মুখের ভেতর কাপড় গুঁজে দেয়। তারপর আমাকে জোর করে ওই এমপির বাড়ির ভিতর নিয়ে ধর্ষণ করে। এ সময় সে আমাকে প্রহার করে। আমি তার হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলে সে আমাকে আরও প্রহার করে। এ সময় তার হাতে ছিল একটি ছুরি। অন্য হাতে ছিল একটি বন্দুক। এক পর্যায়ে আমি চেতনা হারাই। যে এই কাজ করেছে তাকে নিয়োগ দিয়েছেন এমপি জুগল কিশোর।

No comments:

Post a Comment