Tuesday, May 8, 2012

এক রুমের অ্যাপার্টমেন্টে ৪৫ ব্যাচেলর

শারজা মিউনিসিপ্যালিটিতে একটি বেডরুমের এপার্টমেন্টে বাস করছেন ৪৫ ব্যাচেলর। শারজার পশ্চিমে এমনই একটি এপার্টমেন্টের সন্ধান মিলেছে। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। এতে বলা হয়েছে, ওই এপার্টমেন্টে যেসব ব্যাচেলর পাওয়া গেছে তারা অবৈধ। তারা অন্য দেশ থেকে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। তারা গাড়ি ধোয়া, নকল সিডি ও মাদক জাতীয় পণ্য বিক্রির সঙ্গে জড়িত। শারজাহ মিউনিসিপ্যালিটির মহাপরিচালক সুলতান আল মোল্লা বলেছেন, তাদের ইন্সপেক্টররা মাঠে রয়েছেন। তারা আবাসিক এলাকাকে ব্যাচেলরমুক্ত করার অভিযান শুরু করেছেন। এ সমস্যা এখন শতকরা ৪০ ভাগ কমিয়ে আনা গেছে। প্রথমেই ওই ব্যাচেলরদের সমন পাঠানো হয়েছে। তাদের কাছে জানতে চাওয়ার কথা- তারা আবাসিক এলাকা ছেড়ে শিল্পাঞ্চলে সরে যেতে রাজি কিনা। তারা যদি তাতে রাজি না হয় তাহলে তাদেরকে সরে যেতে শারজাহ বিদ্যুৎ ও পানি বিষয়ক কর্তৃপক্ষকে তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলার কথা। তবে ওইসব ব্যাচেলরের বাড়ি কোন দেশে তা জানা যায়নি।

No comments:

Post a Comment