নির্যাতনের শিকার হয়ে সোয়াজিল্যান্ডের রাজার ৬ষ্ঠ স্ত্রীর হেরেম ত্যাগ
সোয়াজিল্যান্ডের রাজা তৃতীয় মাসাওয়াতির ৬ষ্ঠ স্ত্রী
রাজার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হেরেম ত্যাগ
করেছেন। ৪৪ বছর বয়সী বহুগামী রাজার মোট ১৩ জন স্ত্রীর মধ্যে ৬ষ্ঠ স্ত্রী
এঞ্জেলা ডিলেমিনি শনিবার আত্মীয়স্বজনদের কাছে বহুদিনের ভোগান্তির কথা
উল্লেখ করে রাজপ্রাসাদ ত্যাগ করেন। দেশটিতে গণতন্ত্রের পক্ষে সংগ্রামকারীরা
বলছেন, ডিলেমিনির সঙ্গে এখনও টিকে থাকা আফ্রিকায় কোন দেশের সর্বশেষ রাজা
মাসাওয়াতির দীর্ঘ বিবাদের ফল এটি। গতকাল এ খবর দিয়ে ডেইলি মেইল জানায়,
গণতন্ত্রপন্থিরা বলছেন মাসাওয়াতির ৬ষ্ঠ স্ত্রীর সোয়াজি রাজপ্রাসাদ ত্যাগ
করে যাওয়া দুঃখের কোন ঘটনা নয়। তিনি তার জন্য ভালো মনে করেই প্রাসাদ ত্যাগ
করেছেন। স্বামীকে ত্যাগ করে গিয়ে বর্তমানে আত্মীয়স্বজনদের সঙ্গে বাস করছেন
ডিলেমিনি। রাজপরিবারের এক নিরাপত্তা রক্ষী জানান, দীর্ঘদিন থেকেই অসুখী
ছিলেন ডিলেমিনি। তিনি রাজপ্রাসাদ ত্যাগ করার কথাও ভাবছিলেন অনেক বছর থেকে।
অবশেষে শনিবার রাতে চূড়ান্তভাবে প্রাসাদ ছেড়ে যান তিনি। রাজার সঙ্গে
দাম্পত্য জীবনে ৯ বছর বয়সী একটি শিশুর জননী ডিলেমিনির রাজাকে তার স্ত্রীদের
ছেড়ে যাওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে সামপ্রতিক সময়ে রাজার আরেক স্ত্রী তাকে
ছেড়ে যান। গত নভেম্বরে সরকারের এক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার কথা বলে
প্রতারণার অভিযোগ এনে ১২তম স্ত্রী নাথান্ডো ডিউবিকে ছেড়ে দেন রাজা।
নাথান্ডো অভিযোগ করেছিলেন রাজা তাকে একজন বন্দির মতো আটকে রাখতেন। পরে
নাথান্ডোকে রাজার ঘনিষ্ঠ বন্ধু বিচারমন্ত্রী নাডুমিছো মাম্বার সঙ্গে
আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ করেন রাজা। তার সঙ্গে সম্পর্কছেদ
করেন ও এই ঘটনায় বিচারমন্ত্রীকে বহিষ্কার করেন রাজা। দক্ষিণ আফ্রিকার
টাইমস পত্রিকা জানায়, নির্যাতনের অভিযোগে রাজাকে ছেড়ে যাওয়া স্ত্রীদের
মধ্যে তৃতীয় হলেন ডিলেমিনি। এর আগে তার স্ত্রী ডেলিসা ম্যাগওয়াজা (৩০) ও
পুতসাওয়া হাওয়ালা (৩০) নিজের তিন সন্তানকে রেখেই রাজপ্রাসাদ ছেড়ে যান।
সোয়াজিল্যান্ডে চলমান রাজনৈতিক অবস্থা রাজার প্রতিকূলে যাওয়ার মুহূর্তে তার
বিয়ে ও স্ত্রীদের নির্যাতনমূলক সমস্যাগুলো আলোচনায় এলো। একনায়কতান্ত্রিক
স্বৈরশাসনের কারণে রাজা মাসাওয়াতি প্রচুর সমালোচিত হয়ে আসছেন।
No comments:
Post a Comment