ফ্রান্সে নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে।
রোববারের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিকোলাস সারকোজিকে হারিয়ে
দিয়ে নতুন সরকার গঠনের প্রস্তুতি নিয়েছেন। নির্বাচনে তিনি শতকরা ৫২ ভাগের
সামান্য কম ভোট পেয়েছেন। এর মধ্য দিয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে
নিকোলাস সারকোজিকে। ১৯৮১ সালের পর তিনিই প্রথম মধ্য-ডানপন্থি ক্ষমতাসীন
প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয় মেয়াদের নির্বাচনে হেরে গেলেন। ফ্রাঁসোয়া ওলাঁদে
নির্বাচিত হওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান
চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন
জানিয়েছেন। ওলাঁদের প্রচারণা বিষয়ক পরিচালক পিয়েরে মসকোভিসি বলেছেন,
ইউরোপের স্বার্থে শক্তিশালী একটি ফ্রান্স-জার্মান সম্পর্ক গঠনের প্রত্যয়
ব্যক্ত করেছেন ওলাঁদে ও মারকেল। ওদিকে নির্বাচনে হার স্বীকার করে নিয়েছেন
নিকোলাস সারকোজি। ফল প্রকাশের পর তিনি নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন
জানিয়েছেন। নির্বাচনে জয়ের পর মধ্য ফ্রান্সের তুল্লে শহরে দেয়া ভাষণে
ওলাঁদে বলেন, মানুষকে আবারও আশাবাদী করে তুলতে পেরে আমি গর্বিত। রোববার
দ্বিতীয় দফা ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ফ্রান্সের গণমাধ্যমগুলোয় প্রকাশিত
আংশিক ফলাফলে তার এগিয়ে থাকার খবর পাওয়া যায়। তার তরুণ সমর্থকরা তখনই
প্যারিসের কেন্দ্রস্থলে সমবেত হয়ে শ্যাম্পেন উৎসব শুরু করে। তারা সমঃস্বরে
বলতে থাকে, সারকোজি তোমার দিন শেষ! গত ২২শে এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট
নির্বাচনের প্রথম পর্বের ভোটে ওলাঁদে ২৮ দশমিক ৬ শতাংশ এবং তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী সারকোজি ২৬ দশমিক ২ শতাংশ ভোট পান। প্রথম দফায় কোন প্রার্থী
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফ্রান্সের আইন অনুযায়ী দ্বিতীয় পর্বের
ভোট গ্রহণ হয়। ১৯৫৮ সাল থেকে ফ্রান্সে প্রজাতন্ত্র চালু হওয়ার পর এ নিয়ে
দ্বিতীয়বারের মতো ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট পরাজিত হলেন। এ মাসের শেষের
দিকে প্রেসিডেন্ট হিসেবে ওলাঁদে শপথ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী জুনে হবে পার্লামেন্ট নির্বাচন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে
সমাজতান্ত্রিক প্রার্থীর জয়লাভের ফলে একক মুদ্রা ইউরো ব্যবহারকারী দেশগুলোর
এলাকা ইউরো জোনে বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ওদিকে
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ওলাঁদে এখন ভ্যালেরি ট্রিয়েরওয়েলাঁর নামে
এক নারীর সঙ্গে দিন যাপন করছেন। তাকে ওর্লাদে ইংরেজিতে ডমিস্টিক পার্টনার
হিসেবে আখ্যায়িত করেছেন। ভালেরি একজন সাংবাদিক। ফ্রান্সে ডাইরেক্ট-৮ নামে
টেলিভিশন চ্যানেল চালু হওয়ার পর তাতে রাজনৈতিক টকশো চালু করেন ভালেরি। ২০০৭
সাল পর্যন্ত তিনি সাপ্তাহিক টক শো লি গ্রান্ড-৮ উপস্থাপনা করেন। তার প্রথম
বিবাহে বিচ্ছেদ ঘটেছে। সেই সম্পর্কে কোন সন্তান হয়নি। তারপর দ্বিতীয় বিয়ে
করেন প্যারিস ম্যাচ ম্যাগাজিনের সাব-এডিটর ডেনিস ট্রিয়েরওয়েলারকে। কিন্তু
সে বিয়েও টেকে নি। এ ঘরে রয়েছে তার তিন সন্তান। ২০০৬ সালে ফ্রাঁসোয়া
ওলাঁদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০১০ সালের অক্টোবরে তাদের সম্পর্কের
কথা প্রকাশ্যে আসে।
No comments:
Post a Comment