৩০ বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন সুরজিত!

পাকিস্তানের জেল থেকে ৩০ বছর পর মুক্তি পেতে যাচ্ছেন
ভারতীয় নাগরিক সুরজিত সিং। গত ৩০টি বছর তার কেটে গেছে পাকিস্তানের লাহোরে
অবস্থিত কোত লাখপাত জেলে। এর মধ্যে পৃথিবীর কত রঙ, কত রূপ বদলে গেছে তার
কিছুই জানেন না সুরজিত। আগামী ৩ মাসের মধ্যে তিনি ছাড়া পেতে যাচ্ছেন। এ খবর
শুনে তার আত্মীয়-স্বজন, তিনি নিজে আনন্দে আত্মহারা। গতকাল অনলাইন দ্য
ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়ে জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব সরকার সোমবার
লাহোর হাইকোর্টকে বলেছে, সুরজিতের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। এখন তাকে
মুক্তি দেয়া যায়। এ বিষয়ে সরকার ওই আদালতের বিচারপতি মঞ্জুর আহমেদ মালিকের
কাছে একটি লিখিত রিপোর্ট দিয়েছেন। এতে সরকার বলে, সুরজিতকে গত মাসে
ইন্টারনি’র মর্যাদা দেয়া হয়েছে। সুরজিতের পাকিস্তানি আইনজীবী আওয়াইজ শেখের
একটি আবেদন নিয়ে বিচারক এদিন শুনানি করছিলেন। আদালত ওই শুনানি আগামী ৯ই
জুলাই পর্যন্ত মুলতবি করেছেন। সুরজিত সিং ১৯৯০ সালের একটি বোমা হামলায় জড়িত
এমন অভিযোগে প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সাবেক সামরিক শাসক জিয়াউল
হকের সময়ে। পরে প্রেসিডেন্ট ইসহাক খান তার শাস্তি কমিয়ে যাবজ্জীবন
কারাদণ্ড দেন। সুরজিতের আইনজীবী আদালতে বলেন, তিনি তার পরিবারের পক্ষে তাকে
মুক্তি দেয়ার আবেদন করেছেন। আওয়াইজ শেখ বলেন, সুরজিতের সাজার মেয়াদ শেষ
হয়েছে ২০০৪ সালে। কিন্তু তারপরও কেন সুরজিত পাকিস্তানের কারাগারে বন্দি? এ
প্রশ্নের উত্তর হলো হাইকোর্ট বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কোন বন্দি
তার সাজা শেষ করার পরও তাকে হস্তান্তরের কোন আইন নেই। এই সুরজিতের মুক্তির
দাবিতে অনেক ঘটনা ঘটে গেছে। তার এক বোন কয়েক বছর আগে তার মুক্তির দাবিতে
পাকিস্তান সফর করেছেন। তারা গত মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী
জারদারির আজমীর শরীফ সফরের সময় তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারা সেখানে
বিদেশী মিডিয়ার সামনে সুরজিতকে মুক্তি দেয়ার দাবি তুলেছিলেন। এ নিয়ে
কূটনৈতিক উদ্যোগও নেয়া হয়েছিল।
No comments:
Post a Comment