
ব্রাজিলের কারাগারে আটক কুখ্যাত অপরাধীরা তাদের সাজার মেয়াদ নিজেরাই কমিয়ে নিতে পারবেন। এমন একটি প্রস্তাব আনা হচ্ছে। তাতে বলা হবে, কোন বন্দি যদি কারাগারে বসে একটি বই পড়ে তাহলে তার বিনিময়ে তার শাস্তির মেয়াদ ৪ দিন কমিয়ে দেয়া হবে। ফলে যে বন্দি ৫টি বই পড়বে তার শাস্তি কমে যাবে ২০ দিন। তবে এক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হবে তাদের। বছরে তাদের সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও ক্লাসিক বইয়ের মধ্য থেকে মাত্র ১২টি বই পড়তে হবে। এতে কোন বন্দি প্রতি বছর তার শাস্তির মেয়াদ কমিয়ে নিতে পারবে ৪৮ দিন। প্রতিটি বই পড়ার জন্য সময় দেয়া হবে ৪ সপ্তাহ। এ সময়ের মধ্যে বইটি পড়ে সে বিষয়ে সারমর্ম লিখতে হবে। শাস্তির মেয়াদ কমাতে তাদেরকে অবশ্যই বই থেকে সঠিক প্যারাগ্রাফ তুলে দিতে হবে। কাটাকাটি করা যাবে না। লেখায় ব্যবহার করতে হবে মার্জিন রেখা। এ বিষয়ে বুধবার একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কোন কোন বন্দি এ কর্মসূচিতে অংশ নিতে পারবে তা নির্ধারণ করবে একটি বিশেষ প্যানেল। এ প্রকল্পে বই দিয়ে সহায়তা করছেন সাও পাওলোর আইনজীবী আন্দ্রে কেহদি। তিনি বলেছেন, এ কর্মসূচি সফল হলে যেসব বন্দি সাজা কমিয়ে কারাগার থেকে বের হবে তারা সবাই আলোকিত মানুষ হয়ে বের হবেন।
No comments:
Post a Comment