Thursday, June 28, 2012

মশা মারতে সেনা মোতায়েন


 ডেঙ্গু জ্বর সৃষ্টিকারী মশার বিরুদ্ধে যুদ্ধে সেনাবাহিনী মোতায়েন করেছে শ্রীলঙ্কা। ডেঙ্গুর জীবাণুবাহী মশা যেসব জায়গায় প্রজনন ক্রিয়া ঘটায় সেসব স্থানে মোতায়েন করা হয়েছে ১০ হাজারেরও বেশি সেনা সদস্য। তারা ওইসব স্থান পরিষ্কার করে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখানে উল্লেখ্য, এ বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে সেদেশে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৫ হাজার মানুষ। এ বিষয়ে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ধর্ম ওয়ানিনায়েকে বলেন, সোমবার থেকে ডেঙ্গুবিরোধী এ যুদ্ধ শুরু হয়েছে। এতে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন। ডেঙ্গুবিরোধী এ লড়াই চলছে সারা দেশে।

No comments:

Post a Comment