Thursday, June 28, 2012

ঘোষণার আগেই ফেসবুকে মাধ্যমিকের ফল প্রকাশ

আনুষ্ঠানিক ঘোষণার আগেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকে। তাও যে-সে পরীক্ষা নয়, দশম শ্রেণীয় বোর্ড পরীক্ষার ফল। এ ঘটনায় তোলপাড় চলছে ভারতের ওড়িশা রাজ্যে। ওই রাজ্যের মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের মার্চ-এপ্রিলে নেয়া দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ হয় গতকাল স্থানীয় সময় সকাল ৯টায়। কিন্তু এর ১২ ঘণ্টা আগেই সেই ফল প্রকাশ হয়ে পড়ে ফেসবুকে। বুধবার রাতেই এ পরীক্ষার শীর্ষ মেধাবী ১১০ ছাত্রের নাম প্রকাশ করা হয় সেখানে। গতকাল ফল প্রকাশের পর দেখা যায়, ফেসবুকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক। এতে বোর্ড যেমন বিব্রতকর অবস্থায় পড়েছে একই রকম অবস্থা সরকারের। গতকাল এ খবর দিয়েছে ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক। এ ঘটনায় শিক্ষা বোর্ডের সভাপতি সত্যকাম মিশ্র বলেছেন, ফল ফাঁস হয়নি। তা চুরি করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হবে।

No comments:

Post a Comment