পালিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী টিউলিপ সিং

পালিয়ে বেড়াচ্ছেন ভারতের ভোজপুরির অভিনেত্রী টিউলিপ
সিং ওরফে পুনম সিং। তার বিরুদ্ধে আহমেদাবাদের এক ব্যবসায়ী ও প্রযোজক আড়াই
কোটি রুপি প্রতারণার মামলা করার পর তিনি আত্মগোপন করেছেন। তাকে হন্যে হয়ে
খুঁজছে গুজরাট পুলিশ। কিন্তু টিউলিপ সিংয়ের দাবি, ওই ব্যবসায়ী তার ও তার
পার্টনারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছেন। এ মামলায় তিনি আগাম জামিন
নিতে চান। কিন্তু তার ভয়- ওই ব্যবসায়ী তাকে হত্যা করতে পারে। একই সঙ্গে
তিনি ওই প্রযোজকের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনলেন। বললেন, ওই
প্রযোজকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। এ জন্য তার দু’বার গর্ভপাত করাতে
হয়েছে। এ খবর দিয়ে ভারতের একটি অনলাইন দৈনিক জানায়, পুনম সিং ভোজপুরি
চলচ্চিত্রের ‘ক্যাট্রিনা’ নামে বেশি পরিচিত। তার বসবাস ওশিওয়ারায়। গত মাসে
টিউলিপ ও তার জীবনসঙ্গী রমন নায়ারের বিরুদ্ধে কে.কে জুয়েলার্সের মালিক ভুয়া
চেক দিয়ে আড়াই কোটি রুপির স্বর্ণালঙ্কার ও ডায়মন্ড নিয়ে যাওয়ার অভিযোগ
এনেছেন। টিউলিপ বলেছেন, কে.কে জুয়েলার্সের মালিক অন্যদের সঙ্গে নিয়ে একটি
গল্প সাজিয়েছেন। তিনি আমাকে এই মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। টিউলিপ বলেন,
ওই ব্যবসায়ী তার দুটি ছবিতে অর্থায়নের কাজ করছে। টিউলিপ তার ডায়মন্ড ফেরত
না দিলে তিনি ছবিতে অর্থায়ন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। এখানেই শেষ নয়,
টিউলিপ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ওই
ব্যবসায়ীর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। এ জন্য আমি অন্তঃসত্ত্বা হয়ে
পড়ি। দু’বার গর্ভপাত করাতে হয়েছে। তারপরে তিনি যখন আমাদের ইউনিটের অন্য
মেয়েদের দিকে লোলুপ দৃষ্টি ফেলেন এবং তাদেরকে তার শয্যাসঙ্গী করার চেষ্টা
করেন আমি তাতে বাধা হয়ে দাঁড়াই। ফলে তিনি আমার ছবিতে অর্থ দেয়া বন্ধ করে
দেন। আর এখন তিনি আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। ওই
ব্যবসায়ী আমার কাছে ব্ল্যাংক চেক দাবি করেন। গুজরাট পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
জলরাম প্রডাকশন্সের নায়ার নামে একজনকে গ্রেপ্তার করেছে এরই মধ্যে। এখন
তারা টিউলিপ সিংকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
No comments:
Post a Comment