সৌদি আরবে ৫ জনের শিরশ্ছেদ
হত্যা ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় সৌদি আরবে ৫
জনের শিরশ্ছেদ করা হয়েছে। এর মধ্য ৪ জন হলেন সৌদি আরবের নাগরিক। একজন
সিরিয়ার নাগরিক। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে গতকাল এ
খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়, ভারতীয় নাগরিক কোহিমো আহমেদকে
প্রথমে শ্বাসরোধ করে ও পরে গুলি করে হত্যা করার দায়ে এর মধ্যে তিন সৌদি
আরবের নাগরিককে কাতিফ অঞ্চলে শিরশ্ছেদ করা হয়। এই তিনজন হলেন- হুসেইন বিন
আহমেদ সৈকত, আবদুল আজিজ বিন হাসান আল তাতুক ও হুসেইন বিন এব্রাহিজম আল
মাতুক। ভিন্ন আরেকটি ঘটনায় সৌদি আরবের নাগরিক আবদুল্লাহ বিন সাদ আল মাসমাকে
হত্যার দায়ে আসির অঞ্চলের আভা শহরে শিরশ্ছেদ করা হয় খালিদ বিন সাইদ আল
আসমারির। জাওয়াফে শিরশ্ছেদ করা হয় সিরিয়ার নাগরিক উইলিয়াম কাতুমের। তাকে
মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়।
No comments:
Post a Comment