কবর থেকে জেগে উঠলেন ‘মৃত’ ব্যক্তি। চিৎকার করে বললেন-
‘আমাকে তোমারা মেরে ফেলতে চাইছো। জীবিতই আমাকে কবর দিচ্ছ?’ ঘটনার এ
আকস্মিকতায় উপস্থিত লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। সঙ্গে সঙ্গে ঘটনা
জানাজানি হয়। ছুটে আসেন গ্রামের লোকজন। দেখেন, সত্যি কবরখানা থেকে জীবিত
হেঁটে আসছেন ওই ব্যক্তি। নিজেদের চোখকে বিশ্বাস করতে না পেরে অনেকে ঘরে
ছুটে গিয়ে দরজায় খিল এঁটে দেন। এমন ঘটনা ঘটেছে ইয়েমেনে। সেখানকার ধামার
প্রদেশে এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যান শুক্রবার। সব আনুষ্ঠানিকতা
সম্পন্ন করে তাকে কবরে নামানো হয়। এ সময় তিনি কবর থেকে চিৎকার দিয়ে উঠে
দাঁড়ান। রোববার এলেত্তজা নিউজের ওয়েবসাইটে বলা হয়েছে, ঘটনা আকস্মিকতায় সবাই
বেশ ভয় পেয়ে গিয়েছিল। কাফনসমেত কবর থেকে মৃত ভাবা ব্যক্তিকে ওঠে আসতে দেখে
অনেকেই ভয়ে পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ৬৫ বছর
বয়সী ওই ব্যক্তি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। ইসলামিক রীতি অনুযায়ী সব
আনুষ্ঠানিকতা শেষে লাশ কবরে নামানোর পরই তিনি জীবিত হয়ে ওঠে দাঁড়িয়েছেন।
No comments:
Post a Comment